ঝড়বৃষ্টিতে দক্ষিণ চীনের বেশ কয়েকটি এলাকা ক্ষতিগ্রস্ত
  2016-06-28 10:47:05  cri
জুন ২৮: টানা ঝড়বৃষ্টিতে দক্ষিণ চীনের ছোং ছিং, কুই চৌ ও সি ছুয়ানসহ বেশ কয়েকটি এলাকা গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে।

গতকাল (সোমবার) ছোংছিং শহরের বন্যা ও খরা নিয়ন্ত্রণ পরিচালনা বিভাগ থেকে জানা গেছে, চলতি বছর বন্যা শুরু হওয়ার পর থেকে এলনিনোর প্রভাবে ছোং ছিং শহরের গড় বৃষ্টিপাত আগের অনুরূপ সময়ের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি। ৩১টি জেলার ১৪ লাখেরও বেশি লোক বিভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগের কারণে ১৯ জন নিহত হয়েছেন।

এদিকে, প্রবল ঝড়বৃষ্টিতে কুই চৌ প্রদেশের ২৬০০ হেক্টরেরও বেশি ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। না ইয়োং জেলার বেশ কয়েকটি সড়ক ধ্বংস হয়েছে। বর্তমানে স্থানীয় সরকার বন্যা প্রতিরোধ ও উদ্ধার কাজ চালাচ্ছে। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040