৪ জুলাই পর্যন্ত বিভিন্ন বাণিজ্যিক এলাকায় ব্যাংক খোলা থাকবে
  2016-06-27 19:28:50  cri

দেশের বিভিন্ন স্থানে বাণিজ্যিক এলাকায় বাণিজ্যিক ব্যাংকগুলো ৪ জুলাই পর্যন্ত খোলা রাখা হবে।

সোমবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই'র সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীর। পরে সাংবাদিকদের একথা জানান এফবিসিসিআই সভাপতি। বলেন, ঈদে বেচাবিক্রির টাকা দোকানে বা বাসাবাড়িতে রাখলে চুরি-ডাকাতির আশঙ্কা থাকে। তাই ২, ৩ ও ৪ জুলাই বাণিজ্যিক ব্যাংকগুলোর কিছু শাখা খোলা রাখার জন্য এফবিসিসিআই'র পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অনুরোধ করা হয়। গভর্নর তাদের অনুরোধে সাড়া দেন এবং দু এক দিনের মধ্যেই ব্যাংকগুলোকে এ নির্দেশনা জানিয়ে দেয়া হবে।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040