কলকাতায় অনুষ্ঠিত হলো ভারতের প্রথম ড্রাগন নৌকা উত্সব
  2016-06-27 19:25:26  cri

জুন ২৭: ভারতের কলকাতায় চীনের কনসুলেট জেনারেল ও ভারত-চীন সংস্কৃতি উন্নয়ন সমিতির যৌথ উদ্যোগে কলকাতা হ্রদের তীরে অনুষ্ঠিত হলো ড্রাগন নৌকা সংস্কৃতি উত্সব। কলকাতায় চীনের কনসাল জেনারেল মা চান উ, পশ্চিম বঙ্গের উপজাতি সম্প্রদায় কমিটির ভাইস চেয়ারম্যান ম্যাডাম মারিয়া ফেনান্দেস এ সময় উপস্থিত ছিলেন। ভারতের বিভিন্ন মহলের প্রায় ছয় হাজার লোক অনুষ্ঠানে অংশ নেয়।

উদ্বোধনী অনুষ্ঠানে কনসাল জেনারেল মা বলেন, চীন ও ভারতের জনগণের বিনিময় দু'হাজার বছরের পুরনো। এক'শ বছর আগে চীনের অনেক মানুষ কলকাতায় যান। আজ এখানে ভারতের প্রথম ড্রাগন নৌকা উত্সব আয়োজনে তিনি উষ্ণ অভিনন্দন জানান। এ উত্সবের সার্বিক প্রস্তুতির জন্য ভারত-চীন সংস্কৃতি উন্নয়ন সমিতিকে ধন্যবাদ জানান তিনি। তিনি আশা করেন, এ অনুষ্ঠানের মাধ্যমে দু'দেশের সমঝোতা ও জনগণের মৈত্রী আরও বাড়বে, আরও বেশি ভারতীয় বন্ধু দু'দেশের বিনিময় ও সহযোগিতা প্রক্রিয়ায় অংশ নেবে। দু'দেশের সম্পর্ক আরও বিকশিত হবে।

অনুষ্ঠান উদ্বোধনের পর ড্রাগন নৌকা প্রতিযোগিতা শুরু হয়। নয়টি দল কলকাতা ইয়ট ক্লাবে প্রায় দু'ঘণ্টা তুমুল প্রতিদ্বন্দ্বিতা করেছে।

(ইয়ু/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040