বেইজিংয়ে প্রেসিডেন্ট সি'র সঙ্গে কিউবার কমিউনিস্ট পার্টির বিশেষ দূতের বৈঠক
  2016-06-27 16:36:14  cri

জুন ২৭: আজ (সোমবার) বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করেছেন কিউবার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের বিশেষ দূত স্যালভাদর ভালদেস মেসা। তিনি কিউবার কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও রাজ্য কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট।

কিউবার কমিউনিস্ট পার্টির সপ্তম প্রতিনিধি সম্মেলনের সুষ্ঠু আয়োজন এবং নতুন প্রজন্মের নেতা নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান প্রেসিডেন্ট সি। পাশাপাশি বিশেষ দূতের মাধ্যমে কিউবার নেতা রাউল ক্যাস্ত্রোকে শুভেচ্ছা জানান তিনি। প্রেসিডেন্ট বলেন, কিউবার বিপ্লব জয়ের পর ৫০ বছরে অর্জিত সাফল্যে তিনি আনন্দিত। রাউল ক্যাস্ত্রোসহ নতুন প্রজন্মের শীর্ষ নেতাদের নেতৃত্বে কিউবায় সমাজতান্ত্র প্রতিষ্ঠায় আরও বেশি সাফল্য অর্জিত হবে বলে আশা করেন তিনি।

এদিকে, রাউল কাস্ত্রোর পক্ষ থেকে প্রেসিডেন্ট সি'কে আন্তরিক অভিনন্দন জানান বিশেষ দূত। তিনি কিউবার কমিউনিস্ট পার্টির সপ্তম প্রতিনিধি সম্মেলন সম্পর্কে প্রেসিডেন্টকে অবহিত করেন। তিনি বলেন, কিউবা ও চীনের ঐতিহ্যবাহী মৈত্রীকে গুরুত্ব দেয় দেশটির নতুন নেতারা। দু'দেশের পার্টি ও দেশের বাস্তব সহযোগিতা জোরদারের আশাও করেন তিনি।

(ওয়াং হাইমান/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040