জুতার কারিগর বৃদ্ধ মাও
  2016-06-27 14:31:26  cri

বিভিন্ন স্তরবিশিষ্ট কাপড়ের জুতা চীনের বৈশিষ্টপূর্ণ এক ধরনের জুতা। মোটা কাপড় দিয়ে তৈরি এ ধরনের জুতা খুব আরামদায়ক ও পড়তে ভালো লাগে। চীনে এ ধরনের জুতার ইতিহাস প্রায় তিন হাজার বছরের। ২০০৯ সালে হাতে তৈরি এই কাপড়ের জুতা জাতীয় বিশেষ সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পায়।

বৃদ্ধ মাও উন ইয়ং চীনের চে চিয়াং প্রদেশের নাগরিক। গত প্রায় ৫৯ বছর ধরে এ বিশেষ ধরনের কাপড়ের জুতা তৈরি করছেন তিনি। মাও চে চিয়াংয়ে হাতে তৈরি বিভিন্ন স্তরবিশিষ্ট কাপড়ের জুতা শিল্পের উত্তরাধিকারী।

মাও উন ইয়ং ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেন। ১৩ বছর বয়সে তিনি প্রথম এ জুতা তৈরি করতে শেখেন। তারপর থেকে চলছে তার অবিরাম জুতা তৈরির কাজ। গত শতাব্দির ষাটের দশকে তিনি তার ও স্ত্রী মিলে একটি জুতার দোকান খুলেছেন। বর্তমানে মাওয়ের বয়স ৭২ বছর। কিন্তু এখনো নিজের হাতে প্রতিটি জুতা তৈরি করেন তিনি।

বৃদ্ধ মাও উন ইয়ং আশা করেন এই পুরনো ঐতিহ্যবাহি শিল্প যুগ যুগ করে উত্তরাধিকার হিসেবে টিকে থাকবে চীনে। (তুহিনা/মান্না)

 

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040