খুনমিংয়ে বাংলাদেশের কনসুলেট জেনারেল দাউদ আলি'র সাক্ষাতকার
  2016-06-27 14:02:50  cri

 


দক্ষিণ এশিয়া মেলা ১২ জুন থেকে ১৭ জুন পর্যন্ত চীনের ইউয়ুননান প্রদেশের রাজধানী খুনমিং শহরে আয়োজিত হয়। এই মেলায় দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন এবং খুনমিং শহরের অনেক দর্শক এ মেলা পরিদর্শন করেন ও দক্ষিণ এশিয়ার বৈশিষ্ট্যময় কাপড়চোপড় আর জিনিসপত্র কেনেন।

এ মেলায় বাংলাদেশের শিল্পমন্ত্রী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ফজলুল করিমও অংশ নেন।

বাংলাদেশের ২৭টি স্টলে শাড়ি, টি শার্টসহ বিভিন্ন কাপড়চোপড় বিক্রি করার সঙ্গে সঙ্গে হস্তশিল্পকর্ম ও চামড়ার ব্যাগসহ নানান জিনিস প্রদর্শন করা হয়।

মেলা চলাকালে আমি সাংবাদিক হিসেবে কয়েকজন বাংলাদেশি ব্যবসায়ী ও খুনমিংয়ে বাংলাদেশের কনসুলেট জেনারেল মোঃ দাউদ আলির সাক্ষাতকার নিয়েছি। তিনি দক্ষিণ এশিয়া মেলা, চীন ও বাংলাদেশের ভবিষ্যত আর্থ-বাণিজ্যিক সহযোগিতা এবং ইউয়ুননান প্রদেশের পুঁজি বিনিয়োগকারী পরিবেশ নিয়ে অনেক তথ্য তুলে ধরেছেন। আজকের অনুষ্ঠানে আমরা আপনাদের জন্য জনাব দাউদ আলি'র সাক্ষাতকার প্রচার করবো।

আচ্ছা, বন্ধুরা, এ সাক্ষাতকার শোনার পর আপনারা খুনমিং ও ইউয়ুননান সম্পর্কে বেশি তথ্য জানতে পারবেন বলে আশা করি।এ অনুষ্ঠান শেষ করার আগে আপনাদের একটি সুন্দর গান শোনাবো। এর নাম সুন্দর মেঘের দক্ষিণ দিকে। কারণ চীনা ভাষায় ইউয়ুননানের অর্থ সেরকমই। চলুন একসাথে গানটি শুনি আমরা।

(সুবর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040