বাংলাদেশে প্রথম মেট্রোরেল নির্মাণ কাজের উদ্বোধন করলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  2016-06-26 21:38:41  cri

শুরু হলো দেশের প্রথম মেট্রোরেল প্রকল্পের ভূমি উন্নয়ন এবং দ্রুত বাস চলার রাস্তা-বিআরটি'র নির্মাণ কাজ। রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ কর্মযজ্ঞের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এমআরটি -৬ নামে প্রকল্পটি দেশের প্রথম মেট্রোরেল প্রকল্প। উত্তরা থেকে শুরু করে পল্লবী, মিরপুর-১০, খামার বাড়ি, ফার্মগেট, শাহবাগ, টিএসসি-দোয়েল চত্বর, তোপখানা রোড হয়ে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটার দীর্ঘ এ রেলপথে মোট ১৬টি স্টেশন থাকবে। এ প্রকল্পে ব্যয় হবে প্রায় ২২ হাজার কোটি টাকা। নির্মাণ শেষ হলে উত্তরা থেকে মতিঝিল আসতে সময় লাগবে আধঘন্টা। প্রতি ঘন্টায় যাত্রী পরিবহন করা যাবে ৬০ হাজার।

অন্যদিকে বিআরটি'র আওতায় গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত মহাসড়কের উভয় পাশে আলাদা লেন তৈরি করা হবে। সংরক্ষিত ওই লেনে নির্দিষ্ট সময় পরপর আর্টিকুলেটেড বাস চলাচল করবে। এ প্রকল্পটিতে ব্যয় হবে ২ হাজার কোটি টাকা।

মাহমুদ হাশমি, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040