'লং মার্চ-সেভেন' পরিবহন রকেটের সফল উতক্ষেপণ হয়েছে
  2016-06-26 16:40:01  cri

জুন ২৬: গতকাল (শনিবার) রাত ৮'টায় চীনের হাই নান প্রদেশের ওয়েন ছাং মহাকাশ উত্ক্ষেপন কেন্দ্র থেকে নতুন প্রজন্মের 'লং মার্চ-সেভেন' পরিবহন রকেটের প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হয়েছে। মহাকাশে মালামাল পরিবহনের জন্য চীনের মানুষবাহী মহাকাশ প্রকল্পের নতুন উদ্যোগ এই 'লং মার্চ-সেভেন' পরিবহন রকেট।

পরিবাহক রকেটটির দৈর্ঘ্য ৫৩.১ মিটার এবং ওজন ৫৯৭ টন। নতুন প্রজন্মের মাঝারি পরিবাহক রকেট হিসেবে এই রকেটের সবুজ ও দূষণমুক্ত জ্বালানি বৈশিষ্ট্য রয়েছে। যা মহাকাশ কেন্দ্রের সঙ্গে চীনের যোগাযোগ ও যাতায়াতের সামর্থ্য বাড়াবে।

এবারের 'লং মার্চ-সেভেন' পরিবাহক রকেটের সফল পরীক্ষা পরবর্তী পদক্ষেপের ভিত্তি তৈরি করেছে। ২০১০ সালে চীন সরকার 'লং মার্চ' প্রকল্পের অনুমোদন দেয়। এ রকেট নিক্ষেপের মাধ্যমে 'লং মার্চ' রকেট ২৩০তম বার মহাকাশে যাত্রা করল।

(ওয়াং হাইমান/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040