দক্ষিণ চীন সাগর ইস্যুতে তাসখন্দে অনুষ্ঠিত শাংহাই শীর্ষসম্মেলনে সিদ্ধান্ত
  2016-06-25 16:15:57  cri

জুন ২৫: দক্ষিণ চীন সাগর ইস্যুতে শাংহাই সহযোগিতা সংস্থার তাসখন্দ শীর্ষসম্মেলনে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গতকাল (শুক্রবার) প্রকাশিত 'তাসখন্দ ঘোষণায়' দক্ষিণ চীন সাগর বিষয়ে চীনকে সমর্থনের কথা উল্লেখ করেছে সংস্থাটি।

তাসখন্দ ঘোষণায় শাংহাই সহযোগিতা সংস্থা বলেছে, 'জাতিসংঘ সমুদ্র কনভেশন'সহ আন্তর্জাতিক আইনের ভিত্তিতে সামুদ্রিক শৃঙ্খলা রক্ষা করতে হবে। পাশাপাশি বিতর্কিত সমস্যা সমাধানে সংশ্লিষ্ট পক্ষগুলোর উচিত বন্ধুত্বপূর্ণ আলোচনা ও পরামর্শের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধান করা। এর আন্তর্জাতিকীকরণ ও বাইরের হস্তক্ষেপের বিরোধিতা করা হয়।

সেই সঙ্গে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সংস্কার এবং বিভেদ সৃষ্টি, ধর্মীয় উগ্রপন্থা ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদ এ তিন অপশক্তি দমনের কথা তাসখন্দ ঘোষণায় উল্লেখ করা হয়। নতুন পটভূমিতে সন্ত্রাস দমনে জাতিসংঘে শিগগিরি সিদ্ধান্ত হবে বলে আশা করছে সদস্য দেশগুলো।

এ ছাড়া, রেশম পথ সংক্রান্ত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় চীনের প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছে সদস্য দেশগুলো।

(ওয়াং হাইমান/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040