হ্যালো চায়না: ২৮. তরবারি
  2016-06-24 16:48:20  cri

যদি অস্ত্র ভাণ্ডার থেকে একটি ভদ্রগোছের অস্ত্র বাছাই করতে বলা হয়, তাহলে সেটি হবে 'চিয়েন' বা তরবারি। তরবারিকে 'শত অস্ত্রের ভদ্রলোক' আখ্যায়িত করা হয়। প্রাচীনকালে এটি শুধু যুদ্ধাস্ত্রই ছিলনা, বরং তরবারি ছিল সামাজিক মর্যাদার প্রতীক। প্রাচীনকালের সুই ও থাং রাজবংশ থেকে তরবারির প্রচলন শুরু হয়। রাজা, সৈনিক বা পণ্ডিত যেই হোন না কেন, তরবারি ঝুলাতে পছন্দ করতেন। এ সম্পর্কে চীনের একটি প্রবাদ হলো, 'তরবারি বীরের সঙ্গে মিলে মিশে থাকে'।

তরবারি খেলা চীনের কুংফুর গুরুত্বপূর্ণ অংশ। চীনারা তরবারি চর্চার মাধ্যমে মন ও শরীরের ভারসাম্য রক্ষা করতে পারে। তরবারি কঠিন ও কোমলের নিখুঁত সমন্বয়ের প্রতিনিধিত্ব করে। বিশ্বখ্যাত শাওলিন তরবারি মার্শাল ও থাইচি মার্শালের তত্ত্ব প্রতিফলিত করে। তা ছাড়া, চীনের তাও ধর্মীয় অনুষ্ঠানে তরবারি এক ধরনের উপকরণ, যা দৈত্য ও ভূত তাড়াতে সক্ষম।

আসলে একটি ভালো তরবারি তৈরি করতে জটিল প্রযুক্তি ও অনেক চেষ্টার প্রয়োজন। লোকরা 'দশ বছর ধরে একটি তরবারি তৈরি' করা সংক্রান্ত যে প্রবাদ ব্যবহার করে, সেটি দিয়ে আদর্শ বাস্তবায়নের জন্য দীর্ঘ ও পূর্ণ প্রস্তুতির প্রচেষ্টাকে বোঝায়। আপনি কি জানেন সবচে ভালো তরবারি কোনটি?

প্রাচীনকালে অনেক বিখ্যাত তরবারি তৈরি হয়েছিল। বিশ্বের সবচে শ্রেষ্ঠ তরবারি হল ইউয়ে রাজ্যের রাজা কৌচিয়ানের তরবারি। এ তরবারি ব্রোঞ্জ দিয়ে তৈরি করা হয়। দৈর্ঘ্য ৫৫.৭ সেন্টিমিটার, প্রস্থ ৪.৬ সেন্টিমিটার। তরবারিটির হাতলের দৈর্ঘ্য ৮.৪ সেন্টিমিটার আর ওজন ছিল ৮৭৫ গ্রাম। একটি আশ্চর্যজনক ব্যাপার হলো, মাটির নিচে ২০০০ বছরেরও বেশি সময় থাকার পর এ তরবারিতে কোনো মরিচা পড়েনি। এটি এতোই ধারালো যে, ২০ স্তরের কাগজ এক আঘাতেই কেটে দেয়া যায়।

যুদ্ধের সময় তরবারির প্রকৃত ভূমিকা দেখত পাওয়া না গেলেও তরবারি প্রতিযোগিতা ও তরবারি নাচে সে কৌশলগুলো সুন্দরভাবে দেখা যায়। এ কৌশলগুলো চীনাদের মার্শাল আর্টের প্রতি ভক্তি সম্মানের প্রতিনিধিত্ব করে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040