20160623huati.mp3
|
বন্ধুরা, প্রতি বছরের জুন মাসের তৃতীয় রোববার হচ্ছে বাবা দিবস। এ দিবস গত শতাব্দীর প্রথম দিকে যুক্তরাষ্ট্র থেকে শুরু হয়। এখন ব্যাপকভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে তা প্রচলিত। চীনারাও উপহার দেওয়া, ছবি তোলা, ওয়েবসাইটে শুভ কামনা প্রকাশ করা সহ নানা পদ্ধতিতে এ দিন উদযাপন করেন।
আজকের টপিক আসরে আমি আর মান্না বাবা দিবস নিয়ে আলোচনা করেছি। এ অনুষ্ঠানটি শুনুন। (ইয়ু)