চীনে কীভাবে পবিত্র রমজান মাস পালিত হচ্ছে
  2016-06-23 08:28:35  cri


বন্ধুরা, চলতি বছরের ৬ জুন থেকে চীনে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। চীনে দশটি ইসলাম ধর্মাবলম্বী সংখ্যালঘু জাতি আছে। চীনের সংবিধানে স্পষ্টভাবে নাগরিকদের ধর্মবিশ্বাসের স্বাধীনতার কথা বলা আছে। ফলে চীনের মুসলমানরাও বিশ্বের অন্য দেশের মুসলমানদের মতো পবিত্র রমজান পালন করছেন।

চীনে অধ্যয়নরত ও কর্মরত বিদেশি মুসলমানরাও চীনে নিজ ধর্মের রীতিনীতি অনুসারে এ মাস পালন করছেন। আজকের টপিক আসরে আমি আর এনামুল হক টুটুল এ বিষয় নিয়ে আলোচনা করেছি। আপনারা এ অনুষ্ঠানটি শুনুন। (ইয়ু/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040