সি চিন পিংয়ের মধ্য-পূর্ব ইউরোপ সফর
  2016-06-20 17:32:01  cri


চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ১৭ থেকে ২৪ জুন মধ্য-পূর্ব ইউরোপের সার্বিয়া, পোল্যান্ড আর উজবেকিস্তান সফর করেন। এবার হলো ৩২ বছর পর চীনের কোন শীর্ষনেতার সার্বিয়া সফর। ফলে এ সফরের ওপর দু'দেশের তথ্যমাধ্যমগুলো খুব গুরুত্ব দিচ্ছে। ১৯ জুন সি চিন পিং পোল্যান্ড পৌঁছেছেন। পোল্যান্ড হচ্ছে সর্বপ্রথম চীন গণ প্রজাতন্ত্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার দেশের অন্যতম। চীন ও পোল্যান্ডের সঙ্গেও বিশেষ সম্পর্ক রয়েছে। আজকে টপিকে আমরা এ সফর সম্পর্কে আলোচনা করেছি। বন্ধুরা, শুনুন তাহলে।
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040