দক্ষিণ চীন সাগরের দ্বীপগুলোর ওপর বেইজিংয়ের সার্বভৌমত্ব প্রশ্নাতীত: সাইপ্রাসে চীনা রাষ্ট্রদূত
  2016-06-12 18:39:45  cri
জুন ১২: সাইপ্রাসে চীনের রাষ্ট্রদূত লিউ শিন শেং বলেছেন, দক্ষিণ চীন সাগরের দ্বীপগুলোর ওপর তার দেশের বৈধ অধিকার রয়েছে এবং এটা ঐতিহাসিকভাবেই প্রমাণিত। এ ব্যাপারে কোনো প্রশ্ন ওঠা উচিত নয়। তিনি গতকাল (শনিবার) 'সাইপ্রাস পোস্ট' পত্রিকায় প্রকাশিত 'দক্ষিণ চীন সাগরের ঐতিহাসিক সত্যতা' শীর্ষক এক প্রবন্ধে এ মন্তব্য করেন। প্রবন্ধে তিনি এ ইস্যুতে চীনা সরকারের অবস্থানও ব্যাখ্যা করেন।

প্রবন্ধে তিনি লিখেছেন, চীনই সবার আগে দক্ষিণ চীন সাগরের দ্বীপগুলো আবিষ্কার করেছে, সেগুলোর নামকরণ করেছে এবং সেগুলোতে উন্নয়নমূলক কাজ করেছে। কিন্তু গত শতাব্দীর ষাটের দশকে এতদঞ্চলে তেল আবিষ্কৃত হবার পর থেকেই, একাধিক দেশ দ্বীপগুলোর ওপর চীনের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তোলা শুরু করে। কোনো কোনো ক্ষেত্রে অবৈধভাবে কিছু স্থান দখল করে সেখানে তেল-গ্যাস অনুসন্ধানকাজ পর্যন্ত শুরু করে দেয়া হয়।

রাষ্ট্রদূত আরও লিখেছেন, চীন কূটনৈতিক পদ্ধতিতে এ সমস্যা সমাধানের চেষ্টা করে আসছে। চীন মনে করে, সংলাপের মাধ্যমেই শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধান করা উচিত। ভবিষ্যতেও চীন এ পথই অনুসরণ করে যাবে। (স্বর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040