দক্ষিণ চীন সাগর নিয়ে একতরফা সালিশি মানতে বেইজিং বাধ্য নয়: মার্কিন বিশেষজ্ঞ
  2016-06-12 18:37:22  cri
জুন ১১: দক্ষিণ চীন সাগর বিতর্কে ফিলিপিন্সের আবেদনের প্রেক্ষাপটে আন্তর্জাতিক সালিশি আদালত যে রায়-ই দিক না কেন, বেইজিং তা মানতে বাধ্য নয়। এটা সমস্যা সমাধানের ক্ষেত্রেও কোনো ইতিবাচক ভূমিকা রাখবে না। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ উইলিয়াম জোন্স গতকাল (শনিবার) এক সাক্ষাত্কারে এ কথা বলেন।

তিনি বলেন, দক্ষিণ চীন সাগর নিয়ে ফিলিপিন্সের সাথে বিরোধ মেটাতে বেইজিং বরাবরই দ্বিপক্ষীয় সংলাপের কথা বলে আসছে। কিন্তু মার্কিন সরকারের সমর্থনে ম্যানিলা সে পথে না-হেঁটে, একতরফাভাবে আন্তর্জাতিক সালিশি আদালতের দ্বারস্থ হয়। এটা বরং পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। দক্ষিণ চীন সাগর নিয়ে চীন-ফিলিপিন্স বিরোধ 'জাতিসংঘ সমুদ্র আইন সংক্রান্ত সমঝোতা'-র আওতার বাইরে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ম্যানিলা মনে করে আন্তর্জাতিক সালিশি আদালতে যাওয়ার মাধ্যমে নিজের দাবি আদায়ের পথে খানিকটা হলেও এগিয়ে যাওয়া যাবে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের অধিকারকে সীমিত রাখতে চায়।

উইলিয়াম জোন্স জোর দিয়ে বলেন, দক্ষিণ চীন সাগরে চীনের বৈধ অধিকার রয়েছে। ঐতিহাসিকভাবেও এটা প্রমাণিত। (স্বর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040