হ্যালো চায়না: ২৫. ফিনিক্স
  2016-06-08 09:26:41  cri

চীনের ঐতিহ্যিক বিবাহ অনুষ্ঠানে বধূর কাপড় টকটকে লাল। এ রং অনুষ্ঠানের অতিথিদের মন গভীরভাবে প্রভাবিত করে। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হলো বধূর মাথায় থাকে রঙিন পালক পাখি দিয়ে তৈরি পাগড়ি। যাকে চীনা ভাষায় বলা হয় 'ফেং কুয়ান' (ফিনিক্স মুকুট)। কেন এ মুকুটটিকে এভাবে ডিজাইন করা হত? ফেং মানেই বা কি? ফেং হল ফিনিক্স, প্রাচীনকালে চীনের রূপকথায় ফিনিক্সকে পাখির রাজা হিসেবে মনে করা হত। তার মাথা ময়ূরের মতো, গা রাজহাঁসের মতো এবং পাখা সোনালী মুরগীর মতো, এ পাখিটি ছিল সুখের দূত। প্রাচীনকালে চীনারা মনে করত যে, মানুষ সুখ ও শান্তিতে জীবনযাপন করলে ফিনিক্স পাখি উড়ে আসবে এবং যেখানে ফিনিক্স পাখি থামে সেখানে উন্নত মানের মনি পাওয়া যায়।

আসলে ফিনিক্সের পুরুষ ও মহিলা দুটি লিঙ্গ আছে। পুরুষটি হলো ফেং আর মহিলাটির নাম হুয়াং। দু'টি মিলে তাকে 'ফেংহুয়াং' বলা হয়। তবে পরে ফেংহুয়াং অর্থাৎ ফিনিক্সকে সবসময় ড্রাগনের সঙ্গে উল্লেখ করা হয় বলে ফিনিক্স মহিলার প্রতীকে পরিণত হয়ে যায়। ড্রাগন ও ফিনিক্স একসঙ্গে মিলে হয় রাজা ও রাণীর প্রতীক। চীনে অনেক পুরুষের নামে লোং অর্থাৎ 'ড্রাগন' এবং মহিলাদের নামের মধ্যে ফেং অর্থাৎ 'ফিনিক্স' শব্দটি থাকে। ফিনিক্স সম্মানিত ও ধর্মচারী বলে বধূর পাগড়িতে সেটি দিয়ে সাজানো হয়।

কথিত আছে, অমর ফিনিক্সের যখন ৫০০ বছর হয়, সে সিন্ধু গাছ দিয়ে নিজকে জ্বালিয়ে ফেলে। আগুণের কষ্ট ও দুঃখের পরীক্ষা পার হয়ে সে আবার জীবিত হয়ে ওঠে। প্রতি ৫০০ বছর পর পর এ ঘটনার মাধ্যমে ফিনিক্স অমরত্ব পায়। পরে এ প্রক্রিয়াকে 'ফিনিক্স নির্বাণ' বলা হয়। চীনের মানুষ 'ফিনিক্স নির্বাণ' দিয়ে চমত্কার স্বপ্ন বাস্তবায়নের পথে নিরলস প্রচেষ্টা ও অনেক কষ্ট সহ্য করা বোঝায়।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040