20160602huati.mp3
|
চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় আজ (বৃহস্পতিবার) 'সিনচিয়াংয়ের ধর্মবিশ্বাসের স্বাধীনতার অবস্থা' শিরোনামে শ্বেতপত্র প্রকাশ করেছে।
এ শ্বেতপত্রে বলা হয়েছে, ইতিহাস প্রমাণ করেছে, ধর্মের অস্তিত্ব এবং উন্নয়ন সমাজের সঙ্গে সংগতিপূর্ণ হতে হবে, ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে সহিষ্ণুতা ও সম্প্রীতির সাথে বসবাস করতে হবে। ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতা বাস্তবায়নে যুদ্ধ ও সংঘর্ষ থেকে দূরে থাকা দরকার। চীন গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতাবিষয়ক সংবিধানের মূলনীতি সিনচিয়াংয়ে সার্বিকভাবে কার্যকর করা হয়েছে। নাগরিকের ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতার অধিকার যথেষ্ট সম্মান পেয়েছে। ধর্মাবলম্বী নাগরিকের স্বাভাবিক ধর্মীয় চাহিদা পূরণ হয়েছে। ধর্মীয় সম্প্রদায় অর্থনৈতিক উন্নয়ন ও সমাজের স্থিতিশীলতা ত্বরান্বিত করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করেছে।আইনানুসারে ধর্মবিষয়ক কাজগুলো ব্যবস্থাপনার সামর্থ্যও দিন দিন বেড়েছে। ধর্মীয় চরমপন্থী শক্তি সম্প্রসারণের প্রবণতা ফলপ্রসূভাবে দমন করা হয়েছে।
আজকের টপিকে আমরা সিনচিয়াংয়ের ধর্মবিশ্বাসের স্বাধীনতা নিয়ে আলোচনা করেছি। শুনুন তাহলে। (ইয়ু)