music
|
বন্ধুরা, প্রতি অনুষ্ঠানে আপনাদের জন্য আমি এক ধরণের গান বা সংগীত প্রচার করি। গত অনুষ্ঠানে আমরা শুনেছি 'চীনের প্রাচীন সংগীত'। এ কথা আপনাদের মনে আছে? আমরা চীনের প্রাচীন সংগীতের মাধ্যমে চীনা সংস্কৃতি অনুভব করেছি। তবে প্রাচীন সংগীত ছাড়া আমাদের অন্য ধরণের সংগীতেও চীনা সংস্কৃতি অনুভব করা যায়। তাহলে আজ আমরা চীনের ফোক গান নিয়ে কিছু কথা বলবো।
ইংরেজি 'ফোক সং' মানে পল্লী সঙ্গীত। গিটার বাজিয়ে গায়ক একা একা আস্তে আস্তে গান করেন এটা হলো ফোক। ফোক সংগীত বিদেশে খুব জনপ্রিয়। তবে চীনে শুধু তরুণ-তরুণীরা ফোক সংগীত পছন্দ করে। এখন আমরা দুটি প্রতিনিধিত্বশীল ফোক গান শুনবো। পরে আপনাদের জানাবো চীনের ফোক গানের কিছু কথা। এখন শুনুন 'শান্ত নদীর সেতু' এবং 'মিস দং'।
প্রিয় বন্ধুরা, গান দুটো আপনাদের কেমন লেগেছে? আসলে আমি বলতে চাই না তবে বলতে হবে, এ গান শুনে মন খারাপ হয়ে যায়। তাই না বন্ধুরা? কারণ চীনের অধিকাংশ ফোক গানে দুঃখ প্রকাশিত হয়। এ কারণে চীনে ফোক সংগীত খুব একটা জনপ্রিয় না। ফোক গানে গায়ক যেন সবাইকে নিজের দুঃখের গল্প বলেন। একটি গান যেন একটি গল্প, একটি গল্প যেন একটি জীবন। হয় তো আজকের অনুষ্ঠানে আপনারা আনন্দ পাবেন না। তবে জীবনর্কে নতুনভাবে অনুভব করবেন। এখন শুনুন 'জেব্রা' নামের একটি গান। জেব্রার কি গল্প আছে? গানটি শোনার পর তা আপনারা জানতে পারবেন।
প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা শুনছেন সিআরআই থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়'। কোনো প্রিয় গান শুনতে চাইলে আমাদের জানাবেন। অনুষ্ঠানে আপনাদের প্রিয় গানগুলো প্রচার করা হবে। এছাড়া কয়েকজন ভাগ্যবান শ্রোতাকে সিআরআইয়ের পক্ষ থেকে দেওয়া হবে কিছু পুরস্কার। যদি আপনারা আমাদের ভাগ্যবান শ্রোতা হতে চান, তাহলে নিয়মিত 'সুরের ধারায়' সংগীতানুষ্ঠান শুনুন। আপনাদের সমর্থন হবে আমাদের মূল চালিকাশক্তি।
শ্রোতা, আজকের অনুষ্ঠানের থিম 'চীনের ফোক গান'। জেব্রা বিষয়ক গানটি মাত্র শেষ হলো। এবার ঘুঘুর গল্প শুরু হবে। এখন আমরা শুনবো ঘুঘুর গান।
বন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়'। আপনাদের সঙ্গে আছি আমি লতা। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকই গান লিখতে পারেন। তাই না? আপনি নিজের লেখা গান আমাদের অনুষ্ঠানে প্রচার করতে চাইলে আমাকে ইমেল পাঠান। আমার ইমেল ঠিকানা হলো, lianglilin@cri.com.cn। আবার বলছি, lianglilin@cri.com.cn। ইমেলের মাধ্যমে নিজেদের লেখা গান পাঠাতে পারেন। আমরা আপনাকে একটি সংগীতের মঞ্চ দেবো।
সুপ্রিয় শ্রোতা, গান শুনতে শুনতে আজকের 'সুরের ধারায়' সংগীতানুষ্ঠানের সময় শেষ হয়ে আসছে। অনুষ্ঠান শেষে আমরা শুনবো দুটি গান, 'লিলিআন' এবং 'উত্তর অঞ্চলের স্মৃতি'। আশা করছি গানগুলো আপনাদের ভালো লাগবে।
শ্রোতা বন্ধুরা, আজ তাহলে সংগীতানুষ্ঠান এখানেই শেষ করছি। 'সুরের ধারায়' আবারো আপনাদের শোনাবো সুন্দর ও নতুন নতুন গান। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন। কথা হবে। (লতা/মান্না)