২০১৬ সালে বিশ্বে অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতা শক্তির অবস্থানে হংকং প্রথম
  2016-05-31 16:51:08  cri
মে ৩১: সুইজারল্যান্ডের লুসান ম্যানেজমেন্ট ইন্সটিটিউট গতকাল (সোমবার) আনুষ্ঠানিকভাবে ২০১৬ সালে বিশ্বে অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতা শক্তির অবস্থান প্রকাশ করেছে। চীনের হংকং সবার প্রথম অবস্থানে রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

চীনের হংকংয়ের প্রতিদ্বন্দ্বিতা শক্তির মূল্যায়ন করেছে লুসান ম্যানেজমেন্ট ইন্সটিটিউট। সংস্থাটি মনে করে, হংকংয়ে উন্নয়ন ব্যাংক ও সুসম্পূর্ণ আর্থিক ব্যবস্থা রয়েছে। অর্থনৈতিক উন্নয়নে হংকংয়ের সৃজনশীল নীতির বাস্তবায়ন সকলের দৃষ্টিও আকর্ষণ করেছে।

তবে এবারের নতুন অবস্থান-তালিকায় স্পষ্ট যে, এশিয়ার অর্থনৈতিক গোষ্ঠীর সামষ্টিক প্রতিদ্বন্দ্বিতা শক্তি নিম্নদিকে চলে আসার প্রবণতায় রয়েছে। যেমন, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। তাদের অবস্থান আগের চেয়ে পেছনে রয়েছে। পূর্ব ইউরোপের অনেক দেশ এতে ভালো সাফল্য অর্জন করেছে। যেমন স্লোভাকিয়া ও স্লোভেনিয়া। তাদের অবস্থান আগের চেয়ে সামনে চলে এসেছে।

(ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040