যুদ্ধ নয়, সংলাপের মাধ্যমে ইসলামাবাদ ও নয়াদিল্লির সমস্যা সমাধান করা উচিত: ভারতে পাকিস্তানের হাইকমিশনার
  2016-05-31 16:42:24  cri
মে ৩১: যুদ্ধ নয়, সংলাপের মাধ্যমে ইসলামাবাদ ও নয়াদিল্লির সমস্যা সমাধান করা উচিত। গতকাল (সোমবার) ভারতে পাকিস্তানের হাইকমিশনার আব্দুল বাসিত এ কথা জানান।

তিনি বলেন, কেউ কেউ মনে করেন, কেবল যুদ্ধ হচ্ছে সমস্যা সমাধানের উপায়। তবে এটি ঠিক নয়। ভারতের পাঠানকোট বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলার ঘটনা ইতোমধ্যেই পাঁচ মাস পার করে ফেলেছে। তবে ইসলামাবাদ ও নয়াদিল্লির সংলাপ এখনো ফিরে আসেনি। সংশ্লিষ্ট সমস্যা সংলাপের মাধ্যমে সমাধানের ব্যাপারে তিনি আশা প্রকাশ করেন।

ভারতের পাঠানকোট বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলার ঘটনা সম্পর্কে বাসিত বলেন, এ হামলার তদন্তকাজে সজাগ দৃষ্টি রাখছে পাকিস্তান এবং এর বাস্তবতা খুঁজে বের করার জন্য চেষ্টা করছে।

এদিকে, গত সপ্তাহে মার্কিন এক পত্রিকায় সাক্ষাতকার দেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, পাকিস্তানে সন্ত্রাসবাদ নির্মূল হলে, ভারত ও পাকিস্তানের সম্পর্ক জোরদার হওয়া সম্ভব।

(ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040