সোচিতে চীন-রাশিয়া জ্বালানি সহযোগিতা কমিটির সম্মেলনে চীনা উপ-প্রধানমন্ত্রী চাং কাও লির অংশগ্রহণ
  2016-05-31 16:25:17  cri
মে ৩১: চীন-রাশিয়া জ্বালানি সহযোগিতা কমিটির ১৩তম সম্মেলন গতকাল (সোমবার) রাশিয়ার সোচিতে অনুষ্ঠিত হয়। চীনা উপ-প্রধানমন্ত্রী চাং কাও লি এতে অংশগ্রহণ করেন এবং রুশ উপ-প্রধানমন্ত্রী আর্কাজি ভর্কোভিচের সঙ্গে যৌথভাবে সম্মেলনে সভাপতিত্ব করেন।

সম্মেলনে চাং কাও লি বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে বেইজিং ও মস্কোর সার্বিক কৌশলগত সহযোগিতামূলক সম্পর্ক উচ্চ পর্যায়ে স্থিতিশীলভাবে এগিয়েছে। দু'দেশের জ্বালানি সহযোগিতার ক্ষেত্রে আরো প্রচেষ্টা চালানো উচিত বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, দু'পক্ষের জ্বালানি সহযোগিতা কমিটির ১২তম সম্মেলন হওয়ার পর, দু'পক্ষ অব্যাহতভাবে জ্বালানি সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ ও গভীরতর করে। এতে দ্বিপাক্ষিক জ্বালানি বাণিজ্যও সুষ্ঠুভাবে চলে । জ্বালানি ক্ষেত্রের কৌশলগত প্রকল্পকে এগিয়ে নেয়ার পাশাপাশি জ্বালানি সহযোগিতায় ধারাবাহিক নতুন অগ্রগতি অর্জিত হয়েছে।

আর্কাজি ভর্কোভিচ বলেন,বর্তমানে রাশিয়া ও চীনের সার্বিক কৌশলগত সহযোগিতামূলক সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করেছে। সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভূখণ্ডসহ গুরুত্বপূর্ণ বিষয়ে দু'দেশের বাস্তব সহযোগিতা সুষ্ঠুভাবে চলছে বলেও জানান তিনি। (ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040