'২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন' শীর্ষক সেমিনার তিব্বতে অনুষ্ঠিত
  2016-05-31 16:24:24  cri

মে ৩১ :'২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন' শীর্ষক আন্তর্জাতিক সেমিনার গতকাল সোমবার চীনের তিব্বতের লিন জি শহরে অনুষ্ঠিত হয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতিসংঘের চীনে নিযুক্ত সংস্থা যৌথ উদ্যোগে এ সেমিনার আয়োজন করে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং জাতিসংঘের মহাসচিব বান কি মুন পৃথকভাবে সম্মেলনে ভিডিও ভাষণ দেন।

ওয়াং ই বলেন, ২০৩০ সাল টেকসই উন্নয়ন বাস্তবায়ন শুরু হলো চলতি বছর। বিশ্বব্যাপী টেকসই উন্নয়ন বাস্তবায়নের মাধ্যমে বিভিন্ন দেশের সম্মিলিত উন্নয়ন ত্বরান্বিত করতে বিভিন্ন দেশের দায়িত্ব রয়েছে।

বান কি মুন বলেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন বাস্তবায়নে চীন লক্ষ্যণীয় ভূমিকা পালন করেছে। এ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে চীন ১৩তম পাঁচশালা পরিকল্পনায় বিষয়টি রেখেছে।

তিনি আশা করেন সারা বিশ্বের সামনে চীন নিজের দক্ষতা প্রদর্শন করবে এবং ২০৩০ সালের মধ্যে এ উন্নয়ন বাস্তবায়ন হবে। (প্রকাশ/মান্না)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040