সাইপ্রাসে ৮ দেশের সামরিক মহড়া অনুষ্ঠিত
  2016-05-31 15:10:05  cri
মে ৩১: সাইপ্রাস, যুক্তরাষ্ট্র, ব্রিটেনসহ ৮ দেশের সামরিক মহড়া গতকাল সোমবার সাইপ্রাসে অনুষ্ঠিত হয়েছে।

সাইপ্রাসের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দু' দিনব্যপী এ মহড়া স্থল, সমুদ্র ও বিমান এ তিন ভাগ বিভক্ত ছিলো। সামরিক-বেসামরিক নানা উপকরণ এ মহড়ায় ব্যবহার করা হয়। এবারের মহড়ার বিষয় হলো, 'মধ্যপ্রাচ্যে কোনো বড় সংকট হলে বিভিন্ন দেশ প্রবাসী নাগরিকদের সরিয়ে নেওয়া, ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান'।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রনালয় জানায়, 'আর্গনেট ২০১৬' শিরোনামে এ মহড়া সাইপ্রাসে আয়োজিত বৃহত্তম মহড়া।

উল্লেখ্য, সাইপ্রাস ছাড়াও ফ্রান্স, ইসরাইল, ইতালি, গ্রিস ও হাঙ্গেরি মহড়ায় অংশগ্রহণ করে। (নীলাম্বর/মান্না)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040