চীন-মিশর কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর : দু'দেশের প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তা
  2016-05-31 13:59:39  cri
মে ৩১ : চীন ও মিশরের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উপলক্ষ্যে চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং ও মিশরের প্রধানমন্ত্রী শরিফ ইসমাইল পরস্পর্কে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।
অভিনন্দন বার্তায় লি খ্য ছিয়াং বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০ বছরে চীন ও মিশর সবসময় পরস্পরকে সমর্থন করেছে। সম্মান ও বিশ্বাস করেছে। দু'দেশের বন্ধুত্ব দীর্ঘদিন ধরে ভালো অবস্থায় রয়েছে।
তিনি বলেন, চীন ও মিশরের সম্পর্ক মানে চীন ও আরব দেশগুলোর সম্পর্ক। এমন কি চীন ও আফ্রিকান দেশগুলোর সম্পর্ক। দক্ষিণ-দক্ষিণ দেশগুলোর সম্পর্কের দৃষ্টান্তও যেন এ দু'দেশ। সাম্প্রতিক বছরগুলোতে দু'দেশের সম্পর্ক দ্রুত উন্নত হয়েছে। সার্বিক কৌশলগত অংশীদারিত্বমূলক সম্পর্ক প্রতিষ্ঠা করেছে চীন-মিশর। বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা ব্যাপক ও গভীরভাবে চলছে।
চীন আশা করে মিশরের সঙ্গে প্রচেষ্টা চালিয়ে দু'দেশের বন্ধুত্ব উন্নত করা হবে। বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা আরো গভীর করা হবে। এর ফলে দু'দেশের জনগণের কল্যাণ হবে।
বার্তায় শরিফ ইসমাইল বলেন, চীন ও মিশরের সহযোগিতার দীর্ঘ দিনের ইতিহাস রয়েছে। তিনি আন্তরিকভাবে আশা করেন, দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার হবে এবং দু'সরকার পরস্পরকে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করবে। ফলে দু'দেশের জনগণের কল্যাণ হবে।
তিনি চীনের স্বাচ্ছন্দ্য ও সমৃদ্ধি এবং জনগণের সুস্থতা ও শুভ কামনা করেন। (তুহিনা/মান্না)
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040