চীন-রাশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ সাময়িকভাবে হ্রাস পেয়েছে: রুশ উপ-প্রধানমন্ত্রী
  2016-05-31 13:30:47  cri
মে ৩১: গত বছর চীন-রাশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ কমেছে, তবে তা সাময়িক ব্যাপার। রুশ উপ-প্রধানমন্ত্রী আরকাদি দর্কোভিচ গতকাল (সোমবার) বেইজিংয়ে দ্বিতীয় চীন-রাশিয়া মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠান ফোরামে এ কথা বলেন। এসময় তিনি রাশিয়ায় বিনিয়োগ করতে চীনা প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানান।

তিনি বলেন, চলতি বছর হচ্ছে রাশিয়া-চীন সহযোগিতা চুক্তি স্বাক্ষরের পঞ্চদশ বার্ষিকী। গত ১৫ বছরে দু'দেশ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করেছে। দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণও এসময় ১০ গুণ বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া, চীন রাশিয়ার বৃহত্তম বাণিজ্যিক অংশীদারও বটে।

তবে তিনি স্বীকার করেন, বৈশ্বিক অর্থনীতির মন্দাবস্থার কারণে গত বছর দু'দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ তিন ভাগের এক ভাগ কমেছে। দু'দেশ এখনও জ্বালানি, বিনিয়োগ ও শিল্পসহ নানা ক্ষেত্রে সহযোগিতা জোরদার করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

রুশ মন্ত্রী আরও বলেন, ২০২০ সালে রাশিয়া-চীন দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ২০,০০০ কোটি ডলারের উন্নীত করার লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে না, তবে তা অর্জন করা অসম্ভবও নয়। এজন্য দু'দেশকেই নিজ নিজ বাণিজ্যিক অবকাঠামো উন্নত করতে এবং সহযোগিতার ক্ষেত্রে নতুন চালিকাশক্তির সন্ধান করতে হবে বলে তিনি মন্তব্য করেন। (ওয়াং তান হোং/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040