পাকিস্তানের বাজেটের ৬২ শতাংশই ঋণ ও সাহায্য; চীনের সহযোগিতা সবচেয়ে বেশি
  2016-05-31 13:30:07  cri
মে ৩১: চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে(২০১৫ সালের জুলাই থেকে ২০১৬ সালের এপ্রিল পর্যন্ত) পাকিস্তান ঋণ ও অপরিশোধযোগ্য সহায়তাসহ ৫৭০ কোটি ডলার অর্থ পেয়েছে, যা দেশটির বার্ষিক বাজেটের ৬২ শতাংশ। পাক সংবাদমাধ্যমগুলোর খবর থেকে এ তথ্য জানা গেছে।

খবর অনুসারে, বিভিন্ন দাতা সংস্থার পাশাপাশি বিভিন্ন দেশ পাকিস্তানকে এসময় ঋণ ও সাহায্য দিয়েছে। দাতা সংস্থাগুলো হচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এবং ইসলামিক উন্নয়ন ব্যাংক। এই সংস্থাগুলো যথাক্রমে ৭৭ কোটি, ৭৫ কোটি এবং ১০ কোটি ৬০ লাখ ডলার ঋণ দিয়েছে।

এদিকে, দাতারাষ্ট্রগুলোর মধ্যে ৬১ কোটি ৯০ লাখ মার্কিন ডলার ঋণ দিয়ে প্রথম স্থানে আছে চীন। এ ছাড়া, ব্রিটেন ২৫ কোটি ৫০ লাখ এবং যুক্তরাষ্ট্র ১৪ কোটি ৭০ লাখ ডলার ঋণ দিয়েছে পাকিস্তানকে। (ওয়াং তান হোং/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040