সংক্ষিপ্ত বিশ্বসংবাদ (৩১ মে ২০১৬)
  2016-05-31 12:39:01  cri

১. রুশ উপ-প্রধানমন্ত্রী আরকাদি দোরকোভিচ গতকাল (সোমবার) 'দ্বিতীয় চীন-রাশিয়া মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠান শিল্প ফোরামে' বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রভাবে গত বছর চীন-রাশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্য কমেছে। কিন্তু এ অবস্থা অস্থায়ী। তিনি বলেন, রাশিয়ায় চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিনিয়োগকে রুশ সরকার স্বাগত জানায়।

২. পোল্যান্ড সফররত ন্যাটো মহাসচিব ইয়েন্স স্টোলটেনবার্গ গতকাল (সোমবার) সে-দেশের প্রেসিডেন্ট আন্দ্রেই দুদার সঙ্গে বৈঠক করে। বৈঠকের পর তিনি সাংবাদিকদের জানান, আগামী জুলাইয়ে ওয়ারশতে অনুষ্ঠেয় ন্যাটো শীর্ষ সম্মেলনে, পোল্যান্ডের পূর্ব সীমান্তে নিরাপত্তা-ব্যবস্থা উন্নত করার সিদ্ধান্ত নেওয়া হবে।

৩. যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের সিক্রেট সার্ভিস গতকাল (সোমবার) প্রকাশিত এক বিবৃতিতে জানায়, এদিন প্রেসিডেন্টভবনের উত্তর গেট থেকে একটি ধাতব বস্তুসহ এক ব্যক্তিকে আটক করা হয়। ব্যক্তিটি ওই বস্তু হোয়াইট হাউস লক্ষ্য করে ছুড়ে মারার চেষ্টা করছিল। এ ঘটনার পর হোয়াইট হাউস এলাকা দশর্ণার্থীদের জন্য ৩ ঘন্টা বন্ধ ছিল।

৪. সাইপ্রাসে গতকাল (সোমবার) বহুজাতিক সামরিক মহড়া অনুষ্ঠিত হয়। এতে সাইপ্রাস, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, ইসরাইল, ইতালি, গ্রিস ও হাঙ্গেরি অংশগ্রহণ করে। সাইপ্রাসের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটিতে এত বড় সামরিক মহড়া এর আগে আর অনুষ্ঠিত হয়নি।

(জিনিয়া ওয়াং/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040