শ্রীলঙ্কার বন্যা পরিস্থিতিতে দ্বিতীয় দফা ত্রাণ সহায়তা দেবে চীন
  2016-05-31 11:21:52  cri
মে ৩১ : শ্রীলঙ্কা সরকারকে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সাহায্য করতে গতকাল (সোমবার) চীন সরকার দ্বিতীয় দফায় ত্রাণ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

চীন বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যায়ে শ্রীলঙ্কাকে চীন সরকার ১.৫ মিলিয়ন ডলার ত্রাণ দেবে। এ ছাড়া চীন মানবতাবাদী ত্রাণ সামগ্রীও পাঠাবে দেশটিতে। তাঁবু ও ফোল্ডিং বিছানাসহ ১৫ মিলিয়ন রেনমিনবির ত্রাণসামগ্রী প্রদান করা হবে। ভাড়া করা বিমানে এসব ত্রাণসামগ্রী শ্রীলঙ্কায় পাঠানো হবে। এছাড়াও দুর্গত এলাকায় ত্রাণমাগ্রী বিতরণ করতে সাহায্য করার জন্য চীন রেডক্রস সোসাইটি আন্তর্জাতিক উদ্ধার দল পাঠাবে দেশটিতে।

উল্লেখ্য, শ্রীলঙ্কার ভয়াবহ বন্যা ও ভূমিধসে গত বৃহস্পতিবার পর্যন্ত কমপক্ষে ১০১জন নিহত হয়েছে। ২ লাখ লোক গৃহহীন হয়েছে। চীন সরকার গত শুক্রবার শ্রীলঙ্কাকে ১.৫ মিলিয়ন ডলার ত্রাণ দেওয়ার সিদ্ধান্ত নেয়। বর্তমানে দুর্যোগ মোকাবিলা ও পুনর্গঠনে সাহায্য ও সমর্থন করতে শ্রীলঙ্কায় অবস্থানরত চীনা কোম্পানি ও প্রবাসী চীনারা কাজ করেছে। (তুহিনা/মান্না)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040