চীন-মার্কিন ঊর্ধ্বতন পর্যায়ের আলোচনা জুনে বেইজিংয়ে অনুষ্ঠিত হবে
  2016-05-30 20:04:00  cri

মে ৩০: সপ্তম দফা চীন-মার্কিন সাংস্কৃতিক বিনিময়বিষয়ক ঊর্ধ্বতন পর্যায়ের আলোচনা, অষ্টম চীন-মার্কিন কৌশলগত ও অর্থনৈতিক সংলাপ ৬ থেকে ৭ জুন পর্যন্ত বেইজিংয়ে অনুষ্ঠিত হবে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু খাং আজ (সোমবার) বেইজিংয়ে এ তথ্য ঘোষণা করেন।

তিনি বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিশেষ প্রতিনিধি, উপ-প্রধানমন্ত্রী লিউ ইয়ান তোং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে যৌথভাবে সপ্তম চীন-মার্কিন সাংস্কৃতিক বিনিময়বিষয়ক ঊর্ধ্বতন পর্যায়ের আলোচনার পূর্ণাঙ্গ অধিবেশন পরিচালনা করবেন। এবারের আলোচনার প্রতিপাদ্য হবে 'সাংস্কৃতিক মিলনসূত্র দৃঢ় করা, সুন্দর ভবিষ্যত সৃষ্টি করা' ।

প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিশেষ প্রতিনিধি, উপ-প্রধানমন্ত্রী ওয়াং ইয়াং, রাষ্ট্রীয় কাউন্সিলার ইয়াং চিয়ে ছি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বিশেষ প্রতিনিধি, পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও অর্থমন্ত্রী জ্যাকব জে লিউ এর সঙ্গে যৌথভাবে অষ্টম চীন-মার্কিন কৌশলগত ও অর্থনৈতিক সংলাপ পরিচালনা করবেন। দু'পক্ষ চীন-মার্কিন সম্পর্ক এবং অভিন্ন স্বার্থ জড়িত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গভীরভাবে মত বিনিময় করবে। (ইয়ু/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040