'স্নায়ু যুদ্ধ' এর প্রতি আগ্রহী নয় চীন
  2016-05-30 19:41:36  cri

মে ৩০: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং আজ (সোমবার) বেইজিংয়ে বলেন, যুক্তরাষ্ট্রের কিছু ব্যক্তি একবিংশ শতাব্দীতে প্রবেশ করলেও তাদের মাথা স্নায়ু যুদ্ধের সময়ে রয়ে গেছে। চীন যে কোনো ধরনের 'স্নায়ু যুদ্ধ' এর প্রতি আগ্রহী নয়। মার্কিন সামরিক পক্ষের কোনো লোকের পরিচালিত 'হলিউড চলচ্চিত্রে' অভিনয় করার ইচ্ছা চীনের নেই।

খবরে জানা গেছে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টন কার্টার সম্প্রতি মার্কিন নৌবাহিনীর অফিসার স্কুলে বক্তৃতা দেওয়ার সময় ২২ বার চীনের নাম উল্লেখ করেন। তিনি বলেন, 'চীন নিজেকে নিঃসঙ্গ করার মহাপ্রাচীর নির্মাণ করছে।' মার্কিন তথ্যমাধ্যম এ বিষয়ে মন্তব্য করেছে যে, এভাবে দিনকে রাত বলা হয়েছে।

এ প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং বলেন, 'আমরা লক্ষ্য করেছি, সম্প্রতি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চীন সম্পর্কিত মন্তব্য করেছেন। তার কথায় বৈশিষ্ট্যপূর্ণ মার্কিন ধারণা ও আধিপত্য প্রতিফলিত হয়েছে। আসলে যুক্তরাষ্ট্রের কিছু লোক শারীরিকভাবে একবিংশ শতাব্দীতে প্রবেশ করলেও তাদের মাথা রয়েছে স্নায়ু যুদ্ধের আমলে। তারা গল্প বানিয়ে সংবাদ সৃষ্টি করে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে নিজের প্রতিদ্বন্দ্বী ও শত্রু খোঁজে বা সৃষ্টি করে। এবার তাদের বর্শা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দিকে। তাদের উদ্দেশ্য হচ্ছে বিপুল পরিমাণ উন্নত মানের অস্ত্রশস্ত্র এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বসানো। আমি বলতে চাই, চীন যে কোনো ধরণের 'স্নায়ু যুদ্ধ' এর প্রতি আগ্রহী নয়। মার্কিন সামরিক পক্ষের কোনো লোকের পরিচালিত 'হলিউড চলচ্চিত্রে' অভিনয় করার ইচ্ছা চীনের নেই। তবে চীন সার্বভৌমত্ব আর নিরাপত্তার ওপর হুমকিকে ভয় করে না। চীন দৃঢ়তার সাথে তা বিরোধিতা করবে।" (ইয়ু/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040