প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনের প্রতিরক্ষামন্ত্রীর সাক্ষাত্
  2016-05-30 19:32:37  cri

চীনের প্রতিরক্ষামন্ত্রী চ্যাং ওয়ানছুয়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাত্ করেছেন। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সাক্ষাত্ অনুষ্ঠিত হয়।

এ সময় চীনকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু ও অন্যতম উন্নয়ন অংশীদার হিসেবে অভিহিত করেন শেখ হাসিনা। দুদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। চীনা প্রতিরক্ষামন্ত্রী তার সরকারের তরফ থেকে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। পরে চ্যাং ওয়ানছুয়েন ঢাকা সেনানিবাসে সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মাহফুজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। ৩০ মিনিটের বৈঠকে তারা দুদেশের প্রতিরক্ষা সংশ্লিষ্ট সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেন।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে ।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040