ভার্ডুন জয়ের ১০০তম বার্ষিকীতে অংশগ্রহণ করলেন ওলাদ ও মার্কেল
  2016-05-30 16:57:05  cri

মে ৩০ : ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ ও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল রোববার ফ্রান্সের পূর্বাঞ্চলের ভার্ডুনে ভার্ডুন যুদ্ধ জয়ের ১০০তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এ সময় অ্যাঙ্গেলা মার্কেল বলেন, ভার্ডুন মানে যুদ্ধের নিষ্ঠুরতা ও ভয়াবহতার স্মৃতিচিহ্ন। এ শহর এক ঐতিহাসিক শিক্ষা এবং ফ্রান্স ও জার্মানি পুনর্মিলনের প্রতীক।

ফ্রাঁসোয়া ওঁলাদ বলেন, ১৯১৬ সালে ইউরোপ ভার্ডুনে হারায়। মাত্র ১০ মাসের মধ্যে ৩ লাখের বেশি ফরাসি ও জার্মান ভার্ডুনে নিহত হয়। এ শহর এখন শান্তি ও আশার তথ্য দিচ্ছে এবং ফ্রান্স-জার্মানি বন্ধুত্বে অবদান রাখছে।

একই দিন এ দু নেতা শরণার্থী সংকট, ব্রিটেনের ইইউ ত্যাগের বিষয়ে আয়োজিত গণভোট, আল্ট্রা-রাইট ফোর্সের বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। (নীলাম্বর/মান্না)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040