প্রথম বিশ্ব মানবিক শীর্ষসম্মেলনে ১ হাজার ৫শ'টি প্রতিশ্রুতি
  2016-05-27 15:20:26  cri

মে ২৫: মঙ্গলবার তুরস্কের ইস্তাম্বুলে শেষ হলো বিশ্বের প্রথম মানবিক শীর্ষসম্মেলন। এ সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন পক্ষ ১ হাজার ৫শ'টি প্রতিশ্রুতি দিয়েছে।

শীর্ষসম্মেলনের সমাপনী সাংবাদিক সম্মেলনে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন বলেন, বেশ কিছু দেশ, আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা ও গ্রুপসহ চার শতাধিক অংশগ্রহণকারী এসব প্রতিশ্রুতি দেয়।

তিনি বলেন, জাতিসংঘ বিভিন্ন সদস্য দেশকে নিজেদের সামর্থ্য অনুযায়ী দায়িত্ব পালন করা এবং জাতিসংঘের উদ্যোগকে সমর্থনের আহ্বান জানায়। আগামী ১৯ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে শরণার্থী বিষয়ে আরও উচ্চ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে বলেও জানান মহাসচিব।

(প্রেমা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040