20160526huati.mp3
|
ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জি
চার দিনব্যাপী চীন সফরে ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জি গত ২৪ মে সন্ধ্যায় বিশেষ বিমান যোগে চীনের কুয়াংচৌতে পৌঁছেছেন। ২০১০ সালের পর চীন সফরকারী প্রথম ভারতীয় প্রেসিডেন্ট তিনি।
কুয়াংচৌতে চীন-ভারত অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক বিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রণব মুখার্জি।
সভায় তিনি বলেন, 'আমি বিশ্বাস করি, এবারের সফর ভারত ও চীনের প্রাচীন যোগাযোগ জোরদার করবে এবং নতুন উন্নয়নমূলক সম্পর্ক প্রতিষ্ঠায় সুদূরপ্রসারী তাত্পর্য সৃষ্টি হবে।'
২৫ মে চীনের ভাইস প্রেসিডেন্ট লি ইউয়ান ছাও রাজধানী বেইজিংয়ে প্রেসিডেন্ট মুখার্জির সম্মানে ভোজ সভার আয়োজন করেন।
এ সভায় লি ইউয়ান ছাও বলেন, 'চীন ও ভারতের বন্ধুত্বপুর্ণ সম্পর্ক দীর্ঘ দিনের। সাম্প্রতিক বছরগুলোতে দু'দেশের সম্পর্ক দ্রুত উন্নয়নের নতুন যুগে প্রবেশ করেছে। নতুন পরিস্থিতি ও নতুন সুযোগ মোকাবিলায় চীন ভারতের সঙ্গে দু'দেশের শীর্ষনেতাদের নির্ধারিত কৌশলগত নকশা অনুযায়ী আরো ঘনিষ্ঠ উন্নয়নমূলক সম্পর্ক গড়ে তুলতে চায়। দু'দেশের সম্পর্ককে আরো গভীর, বাস্তবসম্মত ও সুদূরে নিয়ে যেতে চায়। যাতে দু'দেশের অভিন্ন উন্নয়ন বাস্তবায়িত হতে পারে।'
বন্ধুরা, 'আজকের টপিকে' আপনাদের সঙ্গে প্রণব মুখার্জির চীন সফর নিয়ে আলোচনা করবো। অনুষ্ঠানটি শোনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। (ইয়ু / মান্না)