প্রথম বিশ্ব পর্যটন উন্নয়ন সম্মেলনে চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংয়ের ভাষণ
  2016-05-20 10:45:33  cri

চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং

মে ২০:চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং গতকাল (বৃহস্পতিবার) সকালে বেইজিংয়ে মহা গণভবনে প্রথম বিশ্ব পর্যটন উন্নয়ন সম্মেলনে ভাষণ দেন।

লি খ্য ছিয়াং বলেন, চীন সরকার পর্যটন শিল্পের মর্যাদা ও ভূমিকার ওপর অত্যন্ত গুরুত্ব দেয়। চীন পর পর পর্যটন শিল্পের সংস্কার ও উন্নয়নে কতকগুলো আইন ও নীতিগত ব্যবস্থা চালু করেছে। এর উদ্দেশ্য হলো পর্যটন শিল্পকে জাতীয় অর্থনীতির কৌশলগত স্তম্ভ শিল্পে এবং জনসাধারণের আরো সন্তোষজনক আধুনিক সেবা শিল্পে পরিণত করা।

প্রধানমন্ত্রী লি উল্লেখ করেন, পর্যটন শিল্প কেবল চীনের নতুন চালিকাশক্তি এবং গণ উদ্ভাবন উন্নয়নের বড় মঞ্চ তা নয়, বরং তা দারিদ্র বিমোচনের গুরুত্বপূর্ণ স্তম্ভ, সুন্দর চীন প্রতিষ্ঠার সহায়তাকারী এবং চীনের বৈদেশিক আদানপ্রদানের সেতু।

লি খ্য ছিয়াং জোর দিয়ে বলেন, চীন সরকার পরবর্তী পাঁচ বছরে পর্যটন শিল্প উন্নয়নের মাধ্যমে ১ কোটি ২০ লাখ জনগণের দারিদ্র বিমোচন করবে।

তিনি আরো বলেন, পর্যটন শিল্পের উন্নয়নে শান্তি ও উন্নয়নশীল আন্তর্জাতিক পরিবেশ দরকার। এটা বিশ্বের শান্তি ও উন্নয়ন ত্বরান্বিতকরণের গুরুত্বপূর্ণ শক্তিও বটে। চীন আশা করে, বিভিন্ন দেশ ভিসা নীতি আরো শিথিল করবে, প্রবেশের প্রক্রিয়া সহজতর করবে, আরো ভালোভাবে ভোক্তাদের স্বার্থ ও অধিকার রক্ষা করবে, দক্ষিণ-উত্তর আর দক্ষিণ-দক্ষিণ পর্যটন সংলাপ ও পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা জোরদার করবে এবং পরবর্তী পাঁচ বছরে ৫০টি আন্তর্জাতিক পর্যটন সহযোগিতা প্রকল্প বাস্তবায়ন করবে।

সম্মেলনে মোজাম্বিকের প্রেসিডেন্ট ফিলিপ নিউসি, জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার মহাসচিব তালেব রিফাই যথাক্রমে ভাষণ দেন। জাতিসংঘ মহাসচিব বান কি-মুন অভিনন্দন বাণী পাঠান।

১০০টিরও বেশি দেশ এবং কিছু আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, পর্যটন বিভাগের দায়িত্বশীল ব্যক্তিসহ ১০০০ জন প্রতিনিধি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। (ইয়ু/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040