'সি চিন পিং: রাষ্ট্র পরিচালনার নীতি' বইটি গ্রিসে প্রকাশিত
  2016-05-14 16:41:34  cri

মে ১৪: 'সি চিন পিং: রাষ্ট্র পরিচালনার নীতি' বইটি গত বৃহস্পতিবার গ্রিসের রাজধানী এথেন্সে প্রকাশিত হয়েছে।

চীনের জাতীয় তথ্য, প্রকাশনা, রেডিও, টেলিভিশন সদরদপ্তরের উপমহাপরিচালক উ শাং জি, গ্রিসে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত চৌ সিয়াও লি, চীনের বিদেশি ভাষা প্রকাশনা অধিদপ্তরের উপমহাপরিচালক লু ছাই রুং, গ্রিসের সংস্কৃতিমন্ত্রী আরিসচিজিস বলতাসহ দুই দেশের প্রতিনিধি ও গণমাধ্যম প্রতিনিধিরা এতে অংশ নিয়েছেন।

এ সময় এক বক্তব্যে উ শাং জি বলেন, এ বইটিতে চীনের উন্নয়ন পথ, পররাষ্ট্রনীতি উল্লেখ করা হয়েছে। এতে চীনের নেতাদের রাষ্ট্রপরিচালনার নতুন কৌশল তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে বিশ্ব চীন সম্পর্কে জানতে পারবে। এ বইয়ের মাধ্যমে গ্রিসের পাঠকরা আরও ভালোভাবে চীন সম্পর্কে জানতে ও জ্ঞান অর্জন করতে পারবেন বলে মনে করনে তিনি।

গ্রিসে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত চৌ সিয়াও লি বলেন, গ্রিস 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের গুরুত্বপূর্ণ একটি দেশ। চলতি বছর চীন ও গ্রিসের সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্কের ১০ম বার্ষিকী। এ সময় 'সি চিন পিং: রাষ্ট্র পরিচালনার নীতি' বইটি প্রকাশিত হলো। এ অনুষ্ঠানের মাধ্যমে দু'দেশের প্রকাশনা, সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটনসহ নানা ক্ষেত্রের সহযোগিতা ও আদান-প্রদান জোরদার হবে বলে চীন আশা করে।

এদিকে গ্রিসের সংস্কৃতিমন্ত্রী বালতাস বলেন, গ্রিস এ বইটি থেকে উপকৃত হবে। এর মাধ্যমে গ্রিসের মানুষ আরও ভালোভাবে চীনকে জানতে পারবে বলে বিশ্বাস করেন তিনি।

(ওয়াং তান হোং/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040