music
|
শ্রোতবন্ধুরা, সংগীতানুষ্ঠান 'সুরের ধারায়' প্রতি সপ্তাহে তিনবার প্রচার করা হয়। সবসময় আমি আমার প্রিয় গানগুলো আপনাদের শোনাই। তবে আমিও বাংলাদেশের গান শুনতে চাই।
বাংলাদেশে থাকার সময় আমি শুনেছি 'জীবন তো এক শূন্য' নামের একটি গান। গানটি খুবই চমতকার। দুই বছর পর এখনও আমি এ গান ভুলে যাইনি। তবে আমি পরে আর 'জীবন তো এক শূন্য' গানটি শুনতে পারিনি। গুগল ও ফেসবুকের কোনো জায়গায় আমি সে গান পাইনি। যদি আপনাদের কারো কাছে এ গান থাকে তাহলে ইমেলের মাধ্যমে আমাকে পাঠান। আমার ইমেল, lianglilin@cri.com.cn। যদি আপনাদের কাছে বাংলা রক সংগীত থাকে আমাকে তাও পাঠাতে পারেন। আচ্ছা বন্ধুরা, চীনের বিখ্যাত কণ্ঠশিল্পী দেং লিচুনের গান 'আমার মনে শুধু তুমি আছো' দিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। পরে আমরা দেং লিচুনের গল্প বলবো।
সুপ্রিয় শ্রোতা, দেং লিচুনের গান কেমন লাগলো? তার কণ্ঠ মধুর মতো মিষ্টি। তাই না? দেং লিচুন গত শতাব্দির চীনের একজন অত্যন্ত বিখ্যাত গায়িকা। এ শিল্পীর মূল বৈশিষ্ট্য হলো তার মিষ্টি কণ্ঠ। তার চেহারা মিস্টি, কণ্ঠও মিস্টি। তবে এতো মিষ্টি গায়িকার জীবন কিন্তু মোটেও লম্বা নয়। মাত্র ৪০ বছর বয়সে রোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তিনি চীনা সংগীতের ইতিহাসের একটি প্রতীক। তিনি শুধু চীনের সংগীতকে প্রভাবিত করেনি, সংগীতের মাধ্যমে চীনা সমাজকেও প্রভাবিত করেছেন। আজকের অনুষ্ঠানে আমরা তার গানগুলোর মাধ্যমে এই মহান শিল্পীকে স্মরণ করবো, শ্রদ্ধা জানাবো। এখন শুনুন 'মধুর মতো মিষ্টি' এবং 'জীবনের পথ' শিরোনামে দুটো গান।
প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা শুনছেন সিআরআই থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়'। যদি আপনারা এ অনুষ্ঠানের মাধ্যমে কোনো গান শুনতে চান তাহলে অবশ্যই আমাদের জানাবেন। অনুষ্ঠানে আপনাদের প্রিয় গানগুলো প্রচার করা হবে। এছাড়া কয়েকজন ভাগ্যবান শ্রোতাকে সিআরআইয়ের পক্ষ থেকে দেওয়া হবে কিছু পুরস্কার। যদি আপনারা আমাদের ভাগ্যবান শ্রোতা হতে চান, তাহলে নিয়মিত 'সুরের ধারায়' সংগীতানুষ্ঠান শুনুন। আপনাদের সমর্থন হবে আমাদের মূল চালিকাশক্তি।
আজ আমরা চীনের সুবিখ্যাত শিল্পী দেং লিচুনের গান শুনি। আশা করি আপনারা তার গান পছন্দ করবেন। আমাদের চীনা সংগীতও পছন্দ করবেন। সংগীত এটি আন্তর্জাতিক ভাষা। সংগীতের মাধ্যমে আপনারা সব কিছু অনুভব করতে পারবেন। তাই আমি আর কথা বলে কষ্ট দেবো না আপনাদের। এখন দেং লিচুনের গান 'মদ ও কফি' এবং 'তুমি কি বলো' আপনাদের জন্য প্রচার করছি।
বন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়'। আপনাদের সঙ্গে আছি আমি লতা। আমি জানি, আপনাদের মধ্যে কেউ কেউ নিজেরাই গান লিখতে পারেন। তাই না? যদি আপনি নিজের লেখা গান আমাদের অনুষ্ঠানে প্রচার করতে চান তাহলে আমাকে ইমেল পাঠান। আমার ইমেল ঠিকানা হলো, lianglilin@cri.com.cn। আবার বলছি, lianglilin@cri.com.cn। ইমেলের মাধ্যমে আমাকে আপনার নিজেদের লেখা গান পাঠাতে পারেন। আমরা আপনাকে একটি সংগীতের মঞ্চ দেবো।
সুপ্রিয় শ্রোতা, গান শুনতে শুনতে আজকের সুরের ধারায় সংগীতানুষ্ঠানের সময় শেষ হয়ে আসছে। আমার বিশ্বাস, আপনারা আজকের গানগুলো শুনে 'দেং লিচুন' এই নামটি ভুলে যাবেন না। তার মিষ্টি কণ্ঠ আপানদের মনে থাকবে। তার জীবন ছোট। তবে ছোট জীবনে তিনি সংগীতের মাধ্যমে এ বিশ্বে সীমাহীন ভালোবাসা ও গানের সম্পদ দিয়ে গেছেন। দেং লিচুন, আমরা সব সময় তোমাকে মিস করি। আমরা তোমাকে ভালোবাসি। আজকের অনুষ্ঠান শেষ করছি তার আরো দুটি গান দিয়ে, 'ছোট শহরের গল্প' এবং 'শেষ নীরবতা'।
শ্রোতাবন্ধুরা, আজ তাহলে সংগীতানুষ্ঠান এখানেই শেষ করছি। 'সুরের ধারায়' আবারো আপনাদের শোনাবো সুন্দর ও নতুন নতুন গান। এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন। কথা হবে। (লতা/মান্না)