সুর ও বাণী : সংগীত শিক্ষাবিদ চিন টিয়ে লিন
  2016-05-12 14:33:13  cri


অধ্যাপক চিন টিয়ে লিন

চিন টিয়ে লিন ১৯৪০ সালে চীনের হারবিন শহরে জন্মগ্রহণ করেন। তার বাবা একটি হাসপাতালের প্রধান। তবে তিনি ছোটবেলা থেকে সংগীত ভালোবাসেন। ১৯৬০ সালের আগস্টে তিনি তত্কালীন চীনের সর্বোচ্চ সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্রীয় সংগীত ইনস্টিটিউটে ভর্তি হন। স্নাতক হওয়ার পর তিনি কেন্দ্রীয় অর্কেস্ট্রায় যোগ দেন। ১৯৮১ সাল থেকে তিনি সংগীত শিক্ষাদানের দিকে মনোযোগ দেন। বহু বছরের শিক্ষাদানের বাস্তব অনুশীলন থেকে ধাপে ধাপে এক সাফল্যমন্ডিত শিক্ষা পদ্ধতি সৃষ্টি করেন তিনি। সংগীতের এক অপূর্ব জাদুকর যেন তিনি। এক একজন ছাত্রছাত্রী তার কাছে প্রশিক্ষণ গ্রহণের অল্পদিনের মধ্যেই সারা চীনে জনপ্রিয় তারকায় পরিণত হন।

বন্ধুরা, প্রথমে শুনুন 'জেসমিন ফুল' নামে একটি গান। গেয়েছেন বিশ্ববিখ্যাত কণ্ঠশিল্পী সিলিনে ডিওন এবং চীনের বিখ্যাত কণ্ঠশিল্পী সোং জু ইং। সোং জু ইং সংগীত শিক্ষাবিদ চিন টিয়ে লিনের ছাত্রী। ২০১৩ সালের ফেব্রুয়ারিতে চীনের কেন্দ্রীয় টেলিভিশন কেন্দ্র আয়োজিত বসন্ত উত্সবের সাংস্কৃতিক অনুষ্ঠানে এ দুই শিল্পী এ গানটি গেয়েছেন।

ফাং লি ইউয়ান অধ্যাপক চিন টিয়ে লিনের কাছে গান শেখেন।

প্রিয় বন্ধুরা, এখন শুনুন চীনের ফাস্ট লেডি ফাং লি ইউয়ানের গাওয়া 'নিজের জন্মস্থানকে ভালো বলে না কে!' নামের গানটি। ফাং লি ইউয়ান চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের স্ত্রী। তিনি গণ মুক্তি ফৌজের শিল্পকলা একাডেমির আচার্য। তিনিও চিন টিয়ে লিনের ছাত্রী ছিলেন। শুনুন তার গান।

চিন টিয়ে লিন নিজের পদ্ধতিতে চীনের অনেক নামকরা কণ্ঠশিল্পীকে শিক্ষাদান করেছেন। তিনি চীনের সংগীতজ্ঞ কমিটির ভাইস চেয়ারম্যান, সংগীত ইনস্টিটিউটের আচার্য, জাতীয় কণ্ঠসংগীত সমিতির ভাইস চেয়ারম্যান। চীনের হোনান বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় জাতীয় বিশ্ববিদ্যালয়, নানচিং শিল্পকলা কলেজ, শেন ইয়াং সংগীত কলেজ, দালিয়ান বিশ্ববিদ্যালয়সহ অনেক উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান তাকে ভিজিটিং প্রফেসর হিসেবে নিয়োগ দিয়েছে। তা ছাড়া তিনি বহুবার টেলিভিশন ও ইন্টারনেটের মাধ্যমে চীনের হাজার হাজার সংগীত অনুরাগীদের ক্লাসে পড়িয়েছেন। বলা যায়, চীনের জাতীয় সংগীতের উন্নয়নের পথে চিন টিয়ে লিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং ব্যাপক শ্রদ্ধা অর্জন করেছেন।

সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, এবার শুনুন তার আরো দু'জন ছাত্র-ছাত্রী তোং ওয়েন হুয়া এবং ইয়ান ওয়েই ওয়েনের গাওয়া 'চাঁদ ও তারা' সম্পর্কিত একটি গান।

1 2
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040