20160510yinyue.mp3
|
'রোমান্টিক' শব্দটি বললে আপনার কি মনে হয়? সাধারণত রোমান্টিক শব্দটি প্রেমের সঙ্গে সম্পর্কিত। তাই না? কিন্তু রোমান্টিকের আসল মানে কি? জন্মদিন বা ভালোবাসা দিবসে আপনাকে একগুচ্ছ গোলাপ ফুল দিলে তা কি রোমান্টিকতা? নাকি কোনো বৃদ্ধ-বৃদ্ধা জুগলের হাতে হাত ধরে রাস্তায় বেড়ানো রোমান্টিকতা? জানি, একেকজনের একেক রকম চিন্তা। বন্ধুরা, শুনুন 'রোমান্টিক কাজ' নামের গানটি। দেখুন, শিল্পীর চোখে রোমান্টিকতা কাজ কী।
'রোমান্টিক কাজ' গানের সুর করেছেন লি চাং ফান। কথা লিখেছেন ইয়াও রো লোং। এ গানের জন্য লেখক ইয়াও রো লোং তাইওয়ানের ষষ্ঠ স্বর্ণ সংগীত পুরস্কারে শ্রেষ্ঠ চীনা গান লেখকের পুরস্কার পান।
তিনি বলেছেন, 'আমি শুনেছি, অনেক বন্ধু এ গানটি পছন্দ করেন। আমি মনে করি, হয়তো অনেকে প্রেমের ক্ষেত্রে নানা আঁকাবাঁকা পথ অতিক্রম করেছেন। ফলে সকলের মন পরস্পরকে ভালোবাসা এবং চিরকাল অপরিবর্তিত প্রেম পেতে ইচ্ছুক।'
এ গানে বলা হয়েছে, 'আমরা পিঠে পিঠ রেখে গালিচার ওপর বসে আছি। গান শুনতে শুনতে আমরা ভবিষ্যতের আশা-আকাঙ্ক্ষা নিয়ে গল্প করি। তুমি আশা করো আমি দিন দিন আরো মায়াময় হবো। আমি আশা করি, তুমি সবসময় আমাকে তোমার মনের মধ্যে রাখবে। তুমি বলেছো, আমাকে এক রোমান্টিক স্বপ্ন উপহার দেবে। তোমাকে ধন্যবাদ, আমাকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য। আমার সবচেয়ে রোমান্টিক কাজ হবে তোমার সঙ্গে থেকে ক্রমশ বৃদ্ধ বয়সের দিকে এগিয়ে যাওয়া। বৃদ্ধ হওয়ার পথে সব আনন্দ-হাসি-খুশি আমি যত্নে সংরক্ষণ করবো। বৃদ্ধ বয়সে আমরা এ সব স্মৃতি স্মরণ করবো'। এ গানটি একটি স্নিগ্ধ প্রেমের গান। গানটি শুনলে মনে হয় দুপুরের রোদে আরামদায়কভাবে বসে আছি।
প্রিয় বন্ধুরা, দু'মাস আগে আমি একা একটি ছোট্ট রেস্তোরাঁয় ডিনার খাচ্ছিলাম। তখন এক বৃদ্ধ দম্পতি খাবার কিনতে এসেছিলেন সেখানে। বৃদ্ধ লোকটি তার স্ত্রীর হাত ধরে রেস্তোরাঁয় প্রবেশ করেন। তার স্ত্রীর শরীর একটু দুর্বল, খুব মন্থর গতিতে হাঁটেন তিনি। রেস্তোরাঁয় ঢুকে সবচেয়ে কাছের টেবিলটিতে বসে স্বামীর জন্য অপেক্ষা করেন তিনি। তার স্বামী সরাসরি কাউন্টারে গিয়ে কিছু ফাস্টফুড কেনেন। রেস্তোরাঁর পরিবেশকরা মনে হয় এ দম্পতিকে প্রায়ই দেখেন। তাদের সঙ্গে তারা আন্তরিকভাবে গল্প করলেন এবং খাবার দিলেন। বৃদ্ধ খাবার নিয়ে হাসি মুখে স্ত্রীর কাছে চলে যান। মুখে কিছু বলেন নি, তবে তার স্ত্রী চেয়ার থেকে ওঠার সঙ্গে সঙ্গে স্বামীর হাত ধরেন। দু'জন এভাবে হাত ধরে রেস্তোরাঁ থেকে বেড়িয়ে গেলেন। সে সময় রেস্তোরাঁর পরিবেশ খুব শান্ত ছিল। মনে হয়, সবাই তাদের চলে যাওয়ার এ দৃশ্য দেখে মুগ্ধ হয়েছে। যদিও মুখে কেউ কিছু বলেন নি। তবে সবাই বুঝতে পেরেছে এ দম্পতি পরস্পরকে খুব ভালোবাসেন। আমার মনে হয় বৃদ্ধ হওয়ার পর নিজের প্রেমিকের হাত ধরতে পারা, একসাথে বাইরে যেতে পারা, পরস্পরকে সাহায্য করতে পারা- এ সবই বিশ্বের সবচেয়ে রোমান্টিক কাজ। এর মূল কারণ হচ্ছে হৃদয়ে উষ্ণ প্রেম থাকা।
সুপ্রিয় শ্রোতা, এবার শুনুন ওয়াং ফেই এবং চেন ঈ শুনের গাওয়া 'প্রেমের কারণে' নামের গানটি। এ গানটি 'প্রেম শেষ পর্যন্ত এক বিশ্বাস' নামে চলচ্চিত্রের থিম সোং। এ গানটি খুবই আবেগময়।
এ গানে বলা হয়েছে, 'তোমাকে একটি সিডি দিয়েছিলাম অনেক আগে। তা শুনে দেখ সে সময় আমাদের প্রেম কেমন ছিলো। মাঝে মাঝে আমি হঠাত্ ভুলে যাই আমি এখনো তোমাকে ভালোবাসি। আমি আগের মতই তোমাকে পছন্দ করি। এ ধরনের কথার গান আজো গাইতে পারি না। সে সময় আমি এমন কথা শুনলে লজ্জা পেতাম।' 'প্রেমের কারণে' গানটির ফরাসী ভাষার রেকর্ডও আছে। ফরাসি ভাষা না বুঝলেও গানটি বেশ শ্রুতিমধুর। তা অনুভব করা যায়। শুনুন গানটি।
প্রিয় বন্ধুরা, চোখ হলো মনের জানালা। আমি বিশ্বাস করি, যদি আপনি কাউকে ভালোবাসেন, তাহলে অবশ্যই আপনার চোখে প্রেমের ভাব পাওয়া যাবে। চোখ দিয়ে অনেক কথা বলা যায়। এবার শুনুন তাইওয়ানের শিল্পী সু লেইয়ের সৃষ্ট 'তোমার চোখ' নামের গানটি। গেয়েছেন লিন চি শুয়েন। তার শান্ত ও পরিষ্কার কণ্ঠে অনুভব করুন প্রেম।
এ গানে শিল্পী সু লাই প্রেমিকার চোখের ভাব হালকা বৃষ্টির মতো মনের ওপর পড়ার দৃশ্য বর্ণনা করেছেন। গানের কথা এমন, 'তোমার চোখ সুন্দর ও উজ্জ্বল। তোমাকে দেখলে আমার মন আনন্দ ভরে ওঠে। হালকা বৃষ্টির মতো তোমার চোখ আমার মনে পড়ে। এতো রহস্য, এতো বেশি অর্থ, কিছু না বললেও আমি তোমার দৃষ্টি কখনো ভুলে যাবে না।'
বন্ধুরা, এবার শুনুন গায়িকা ওয়েই লানের কণ্ঠে ক্যান্টনিজ ভাষার 'তোমার চোখ' নামের রোমান্টিক এ গানটি।
শ্রোতাবন্ধুরা, প্রেম হচ্ছে মানবজাতির চিরস্থায়ী আলোচ্য বিষয় এবং জীবনের সবচেয়ে প্রাণস্পর্শী অভিজ্ঞতা। জীবনে প্রেম এলে কোনো পরিতাপ থাকে না। কিন্তু প্রেম মানে কি? শুধু পরস্পরকে মুখে মুখে 'আমি তোমাকে ভালোবাসি' বলা মানে আসল প্রেম নয়। তারুণ্য থেকে বৃদ্ধ হওয়া পর্যন্ত একজনের হাত ধরতে পারা, আনন্দ পেলে একজনের সাথে শেয়ার করা, দুঃখ পেলে একজনের সঙ্গে ভাগ করা, অসুস্থ হলে আপনাকে দেখাশোনা করে যত্ন করা এ সবই প্রেম। বিশেষ সময় কোনো বিশেষ জায়গায় যেতে চাইলে একজন সবসময় দ্বিধা ছাড়া আপনার সঙ্গী হবে। এই তো প্রেম। আশা করি, আপনি এটা পেয়েছেন বা পাবেন।
বন্ধুরা, এখন শুনুন চেন ঈ শুনের গাওয়া 'সুদীর্ঘকাল ধরে তোমার সঙ্গি হবো' নামে গান। এ গান হচ্ছে 'সুদীর্ঘকাল ধরে অ্যান্টনির সঙ্গি' নামে চলচ্চিত্রের থিম সং। গানের কথা লিখেছেন গে দা ওয়েই, সুর করেছেন লি সিয়াও ইয়াং এবং সিয়ে কুও ওয়েই।
এ গানটিতে প্রেমিক-প্রেমিকাদের মনের কথা বলা হয়েছে। এমন কি অনেকে পরস্পরকে ভালোবাসলেও একসাথে থাকতে পারে না। মনে কষ্ট হলেও জীবন কিন্তু চলতে থাকবে। এটাই জীবন। কিন্তু প্রেম সহজ ও সোজা।
এ গানে বলা হয়েছে, 'আমি তোমাকে পৃথিবীর সব কিছু দিতে পারি না। আমি তোমাকে নির্ভরতা দিতে পারি। তবে তোমার সামনের দিকে যাওয়ার পথে আমি সবসময় আছি। আমি আছি তোমার সঙ্গে। তোমার জীবনের গল্পের শেষ পর্যন্ত থাকবো। আমরা কোনো কথা না বললেও একাকীত্ব বোধ করি না'।
এ গানটি প্রথমবার যখন শুনেছিলাম ভীষণ মুগ্ধ হয়েছি আমি। বার বার শুনেছি। আশা করি, গানটি আপনাদেরও ভালো লেগেছে।
প্রিয় শ্রোতাবন্ধুরা, এতোক্ষণ আপনারা সুর ও বাণী আসর শুনলেন। আশা করি, আমার প্রিয় বন্ধুরা, আপনারা সুখ শান্তিতে আছেন এবং প্রেম অর্জনের পথে সুফলতা পাবেন।
সুর ও বাণী আসর আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। আবারো কথা হবে। (ইয়ু/মান্না)