'এক অঞ্চল, এক পথ' পূর্ব ও মধ্য ইউরোপীয় দেশগুলোর সাথে চীনের সম্পর্ক ঘনিষ্ঠতর করেছে: সি চিন পিং
  2016-05-04 15:55:37  cri
মে ৪: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, 'এক অঞ্চল, এক পথ' প্রকল্প পূর্ব ও মধ্য ইউরোপীয় দেশগুলোর সাথে বেইজিংয়ের সম্পর্ককে ঘনিষ্ঠতর করেছে। তিনি আজ (বুধবার) চীনের চিয়াং সু প্রদেশের সু চৌ শহরে শুরু-হওয়া পূর্ব ও মধ্য ইউরোপীয় দেশগুলোর প্রধান বিচারপতিদের এক সম্মেলনে পাঠানো শুভেচ্ছাবাণীতে এ মন্তব্য করেন।

তিনি বলেন, এই দেশগুলোর সাথে চীনের বাণিজ্য ও বিনিময় বেড়েছে। আর চলতি সম্মেলন আইন ক্ষেত্রে দেশগুলোর সাথে চীনের সহযোগিতা ও বিনিময় বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে। বাণীতে তিনি চীনা সরকার ও জনগণের পক্ষ থেকে সম্মেলনের আয়োজকদের ধন্যবাদ এবং এতে অংশগ্রহণকারী অতিথিদের স্বাগত জানান। (ওযাং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040