কৃত্রিম বুদ্ধি: বিপদ, না আশির্বাদ?
  2016-05-04 14:10:14  cri


ছোটবেলায়, আমরা সবসময় চাইতাম নিজের একটা ডোরেমন থাকবে, যে পকেট থেকে নতুন নতুন মজার জিনিস বের করে বিভিন্ন সমস্যার সমাধান দেবে। কিন্তু কিছুদিন আগে যখন কৃত্রিম বুদ্ধির কাছে মানুষের প্রাকৃতিক বুদ্ধিকে হারতে দেখি, তখন শঙ্কিত না হয়ে পারি না। হ্যা, বলছিলাম আলফা গো'র কথা। এই কম্পিটার দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ওয়েইছি দাবা খেলোয়াড় লি সে-ডলকে পরাজিত করে দিল! তবে, কি কৃত্রিম বুদ্ধির কাছে মানুষের প্রাকৃতিক বুদ্ধি এভাবেই পরাজিত হতে থাকবে? তাহলে কৃত্রিম বুদ্ধি কি মানুষের জন্য বিপদ, নাকি আশির্বাদ?

আপনারা কি 'Big Hero 6' নামক কার্টুন চলচ্চিত্রটি দেখেছেন? চলচ্চিত্রটি ২০১৫ সালে চীনে মুক্তি পায়। চলচ্চিত্রে 'বেম্যাক্স' নামের একটি রোবট নিজের মালিককে চিকিত্সাসেবা দিয়ে থাকে। এ চলচ্চিত্র দেখে আমারও মনে হয়েছে, এমন একটি বুদ্ধিমান রোবটের মালিক হলে মন্দ হতো না! কে জানে, হয়তো আর বছর কয়েক বাদে আমাদের সবার ঘরেই এ ধরনের বুদ্ধিমান রোবট স্থান পাবে!

গত ২৭ এপ্রিল চীনা শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন এবং অর্থ মন্ত্রণালয় যৌথভাবে প্রকাশ করে 'রোবটশিল্প উন্নয়ন পরিকল্পনা, ২০১৬-২০২০'। এতে ত্রয়োদশ পাঁচশালা পরিকল্পনার আওতায় গৃহীত রোবটশিল্প উন্নয়নের রোডম্যাপ অর্ন্তভু্ক্ত করা হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে আমাদের জীবনে রোবটের বা কৃত্রিম বুদ্ধির ভূমিকা আর্ও বেড়ে যাবে।

সম্প্রতি চীনা আমদানি-রফতানি মেলায় বিখ্যাত কোম্পানি 'হায়ার'-এর স্টলে 'উবট' নামক একটি রোবট প্রদর্শন করা হয়। রোবটটির উচ্চতা ৬০ সেন্টিমিটার। এর দুটি বড় বড় কালো চোখ আছে। এ রোবটটির ম্যালা গুণ। এটি আপনাকে নানা বিষয়ে সাহায্য করতে সক্ষম। যেমন, এয়ার কন্ডিশনার চালু করা, এলার্ম সেট করা, আবহাত্তয়া সম্বন্ধে পূর্বাভাস করা, গান গাওয়া, নাচ করা, এমনকি এটি আপনার বাড়ির কোথাও পানির পাইপ ফুটো হয়ে গেছে কি না, তাও পরীক্ষা করতে সক্ষম!

বাড়ি পরিষ্কার করতে মন চাইছে না? সমস্যা নেই, রোবট আপনাকে সাহায্য করবে। জানালার কাঁচ পরিষ্কার করা অনিরাপদ মনে করছেন? চিন্তা করবেন না, রোবট তা করে দেবে। রোবট ওয়েটার, রোবট শিক্ষক, রোবট ডাক্তার আপনার সামনে দিয়ে ঘুর ঘুর করবে। হয়ত এসব রোবট চলচ্চিত্রের 'বেম্যাক্স'-এর মতো অতো বুদ্ধিমান বা শক্তিশালী হবে না, কিন্তু দিন দিন প্রযুক্তির উন্নয়নের ছোঁয়া নিশ্চয়ই তাদেরকেও ছুঁয়ে যাবে! তারা হয়ে উঠবে আরও বুদ্ধিমান আর স্মার্ট।

চীনা শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপমন্ত্রী সিন কুও বিন বলেন, যেসব ক্ষেত্রে চাহিদা থাকবে, সেসব ক্ষেত্রেই রোবট থাকবে। বৈজ্ঞানিক পরিদর্শন, চিকিত্সা, শিক্ষা ও বিনোদন, পারিবারিক সেবাসহ নানা ক্ষেত্রে রোবট এখন কাজ করছে। ২০২০ সালে সেবাখাতের রোবট বিক্রয়ের পরিমাণ ৩০০০ কোটি ইউয়ানের বেশি হবে।

চীনের শিল্প খাতে সবসময় রোবটের অস্তিত্ব লক্ষ্যণীয়। সেন ইয়াং শহরে বিএমডব্লিউ কারখানায় অ্যাসেম্বলি লাইনে ৭০০টি রোবট কাজ করছে। অন্য একটি গাড়ি কোম্পানির কারখানায় রোবট ভারী জিনিস উত্তোলনের কাজ করছে। মানুষের বদলে এখন রোবট নিয়োগ দেওয়ার প্রবণতা বেড়েছে। চীনা চু চিয়াং নদীর বদ্বীপ অঞ্চলে শিল্প-রোবটের ব্যবহার বছরে ৩০ শতাংশ হারে বাড়ছে এবং ২০২০ সাল নাগাদ বছরে তৈরি হবে এক লাখ করে শিল্প-রোবট।

রোবটকে চীনা ভাষায় বলা হয় চি ছি রেন। 'চি ছি' মানে যন্ত্রপাতি এবং 'রেন' মানে মানুষ। রোবট মানে মানুষের মতো যন্ত্রপাতি। চীনে যেসব কোম্পানি উন্নতমানের রোবট তৈরি করে সেগুলোর অন্যতম সেন ইয়াং সিন সোং কোম্পানি। এর প্রেসিডেন্ট ছুই তাও কুই বলেন, এখন রোবট দিন দিন মানুষে পরিণত হচ্ছে। তার মানে শুধু রোবটের চেহারা মানুষের মতো তা নয়, তাদের জ্ঞান-বুদ্ধিও দিন দিন বাড়ছে।

Chinese Academy of Engineering-এর শিক্ষাবিদ ফেং সি সেং জানালেন, ২০২০ সালে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিনিধি হিসেবে নতুন প্রজন্মের রোবট আত্মপ্রকাশ করবে। এ ধরনের রোবটের উপলব্ধি করার ক্ষমতা বেশি হবে।

চীনের বিখ্যাত ইন্টারনেট কোম্পানি পাই তু'র ভাইস প্রেসিডেন্ট ওয়াং চিন বলেন, বর্তমানে ভয়েস এবং টেক্সট পাঠানোর ক্ষেত্রে রোবট উন্নত মানে পৌঁছেছে। ভবিষ্যতে রোবট ও মানুষের মধ্যে বুদ্ধির ব্যবধান কমে আসবে। তখন হয়ত প্রতিটি পরিবারের নিজস্ব রোবট সহকারী থাকবে এবং মোবাইফোনের মতো সহজে ও ব্যাপকভাবে এর ব্যবহার শুরু হবে।

আগামী ৫ বছরে সার্জারি রোবট, স্মার্ট গণসেবা রোবট ও কেয়ার রোবটসহ দশ রকমের রোবট আমাদের জীবনে আসবে। চীনা শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের শিল্প বিভাগের উপ-প্রধান লি তুং বিশেষ করে বললেন, ভবিষ্যতে রোবট সামাজিক ও শিল্প খাতের সমস্যা সমাধান করবে। একদিকে, যে-কাজ মানুষ করতে পারে না, সে-কাজ করবে রোবট এবং অন্যদিকে যে-কাজ মানুষ করে, সে কাজ আরও দ্রুত ও কার্যকরভাবে করবে এই কৃত্রিম বুদ্ধির যন্ত্র। তা ছাড়া, ভবিষ্যতে রোবট ভাড়ায় পাওয়া যাবে, সৃষ্টি হবে এক নতুন ব্যবসা খাত।

আসলে আধুনিক যুগে রোবট নানা ক্ষেত্রেই প্রয়োজন হচ্ছে এবং এর বাজারও দিন দিন বাড়ছে। তবে চীনের নবায়ন আর উদ্ভাবন সক্ষমতা এখনও বিশ্ব পর্যায়ে পৌঁছায়নি। এ খাতে মানসম্পন্ন পণ্যও কম। চীনের বেশিরভাগ রোবট বিদেশ থেকে খুচরা যন্ত্রাংশ আমদানি করে তৈরি করা হয়। রোবট তৈরিতে ৭০ শতাংশ সরঞ্জামই বিদেশ থেকে আমদানি করতে হয়।

নতুন প্রজন্মের রোবট উত্পাদনকাজের গতি যাতে শ্লথ না-হয়, সে লক্ষ্যে চীন সরকার 'রোবটশিল্প উন্নয়ন পরিকল্পনা ২০১৬-২০২০' গ্রহণ করেছে। পরিকল্পনা প্রণয়নে অংশগ্রহণকারী বিশেষজ্ঞরা বলছেন, রোবটশিল্পের বর্তমান সমস্যার সমাধান বা ভবিষ্যত উন্নয়নের কথা বলার অধিকার আমরা অর্জন করতে হয়ত এখনও পারিনি, কিন্ত আমাদের সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করতে হবে; দৃষ্টি রাখতে হবে সুদূর অতীতে। উদ্ভাবনী ক্ষমতা বাড়াতে হবে আমাদের।

তা ছাড়া, পরিকল্পনায় বলা হয়েছে, বর্তমানের প্রযুক্তি ও প্রাপ্ত সম্পদের মধ্যে সমন্বয় ঘটিয়ে, জাতীয় পর্যায়ে উন্নতমানের রোবট তৈরির একটি প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করা হবে। পরিকল্পনায় রোবটশিল্পে বিনিয়োগকে উত্সাহিত করা, রোবটশিল্পের মানসম্পর্কিত নীতিমালা প্রণয়ন করা, এবং রোবট কমিটি প্রতিষ্ঠার প্রস্তাবও করা হয়েছে।

আসলে, রোবটশিল্প ক্ষেত্রে উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতা করার মতো অবস্থানে এখনও চীন আসেনি। তবে অদূর ভবিষ্যতে চীন সে অবস্থানে পৌঁছাবে বলে আশা করা যায়। এ খাতে চীনের সম্ভাবনা সীমাহীন।

প্রিয় শ্রোতা, ফিরছি শুরুর প্রশ্নে: কৃত্রিম বুদ্ধি কি আমাদের জন্য বিপদ, নাকি আশির্বাদ? এ ব্যাপারে আপনাদের অভিমত কী? বিজ্ঞানীরা মনে করেন, মানুষ ও রোবটের মধ্যে প্রতিদ্বন্দ্বিতামূলক সম্পর্ক সৃষ্টি হবে না। রোবট আমাদের কাজকে সহজ করে দিচ্ছে এবং ভবিষ্যতেও দেবে। তাদের বিশ্বাস, একসময় রোবট অনেকটা মানুষের মতোই চিন্তা করতে পারবে, লজিক দিতে পারবে।

চ্যালেঞ্জ গ্রহণ করা, বিরূপ পরিস্থিতি সামাল দেওয়া, মানবীয় গুণ। গাড়ি আমাদের জীবনকে সহজতর ও দ্রুততর করেছে, কিন্তু আমাদের পায়ের প্রয়োজনীয়তা কিন্তু ফুরিয়ে যায়নি। রোবট আমাদের জীবনে প্রভাব ফেলছে এবং ভবিষ্যতে তা বাড়বে। কিন্তু আমাদের মস্তিস্কের প্রয়োজনীয়তা ফুরাবে না। কারণ, মনে রাখতে হবে, কৃত্রিম বুদ্ধি আমাদের প্রাকৃতিক বুদ্ধির সৃষ্টি। সৃষ্টি কখনও স্রষ্টাকে ছাড়িয়ে যেতে পারে না। তাই, রোবট তথা কৃত্রিম বুদ্ধির দ্রুত বিকাশে আতঙ্কিত হবার কিছু নেই। (শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040