হ্যালো চায়না: ২০. হস্তলিপিশিল্প
  2016-05-14 17:53:07  cri

হস্তলিপিশিল্প হলো চীনা শব্দ লেখার কৌশল। এ ধরনের শিল্পের জন্য তুলির প্রয়োজন হয়। হস্তলিপিশিল্পের সঙ্গে চীনা শব্দগুলোর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যখন একটি চীনা শব্দ লেখা হয়, তখন তার আকার, পুরুত্ব ইত্যাদির উপর গুরুত্ব দেওয়া হয়। তা ছাড়া, প্রতিটি শব্দের মধ্যে দূরত্ব এবং প্রতিটি লাইনের মধ্যে দূরত্বের হিসাবটাও অনেক গুরুত্বপূর্ণ। তাই সুশৃঙ্খল শব্দ ব্যবহার ও বাক্য গঠন গুরুত্বপূর্ণ একটি বিষয়।

চীনের হস্তলিপিশিল্পের তিন হাজারেরও বেশি সময়ের ইতিহাস রয়েছে। প্রাচীন চীনের বিখ্যাত হস্তলিপিকার ওয়াং সি জি, ওয়াং সিয়েন জি, চিয়াং স্যু ও ইয়েন জেন ছিংসহ অনেকের নামই পাওয়া যায়। তাদেরকে নিয়ে অনেক মজার মজার হস্তলিপিশিল্প বিষয়ক গল্প রয়েছে। যেমন, ওয়াং সি জি ও তার ছেলে ওয়াং সিয়েন জি'র গল্পটি।

ওয়াং সিয়েন জি সাড়ে সাত বছর বয়স থেকে ওয়াং শি জিকে হস্তলিপিশিল্প শেখানো শুরু করেন। ছেলে বেশ মনোযোগী ছিল। সে চাইত হস্তলিপিশিল্পে তার বাবাকেও ছাড়িয়ে যেতে। তার মা তাকে বলেছিল, পরিশ্রম করো, চর্চা করো, তাহলে এগিয়ে যেতে পারবে। এরপর দীর্ঘ পাঁচ বছর চেষ্টার পর ওয়াং সিয়েন জি তার একটি লেখা তার বাবাকে দেখায়। কিন্তু ওয়াং সি জি তাতে সন্তুষ্ট হতে পারেননি। বাবা তার ছেলের লেখা একটি চীনা অক্ষর"大"-এর নিচে একটি বিন্দু বসিয়ে ছেলেকে দেন। তারপর ওয়াং সিয়েন জি সে লেখাটি তার মাকে দেখিয়ে বলে আমি দীর্ঘ পাঁচ বছর চেষ্টা করে এই লেখা শিখেছি। বলুন, বাবার লেখার সঙ্গে আমার লেখার পার্থক্য কোথায়? তার মা হাতের লেখা দেখে বললেন, লেখার নিচের ওই বিন্দুটি শুধু তোমার বাবার মতো হয়েছে। এ কথা শোনার পর ওয়াং সিয়েন জি আরো বেশি পরিশ্রম করা শুরু করে দিলেন। তারও অনেক বছর পর ওয়াং সিয়েন জি তার বাবার মত খ্যাতি অর্জন করতে সক্ষম হন। তাদের 'এ ওয়াং' বলা হয়। এ ঘটনাটি চীনের হস্তলিপিশিল্পের ইতিহাসে একটি বিস্ময়কর উদাহরণ।

এ ঘটনা থেকে এটাই বোঝা যায় যে, একজন মহান হস্তলিপিকার হতে চাইলে, অক্লান্ত পরিশ্রমের কোনো বিকল্প নেই। অন্য যে কোনো কাজের শ্রেষ্ঠত্বের জন্য একই উদাহরণ প্রযোজ্য।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040