হ্যালো চায়না: ১৭. লোকসঙ্গীত
  2016-05-06 16:43:36  cri

পৃথিবীর সব দেশের মানুষের মতো চীনারাও গান গাইতে পছন্দ করে। সাইলেন্ট নাইটের মতো বিশ্ব খ্যাত গানগুলো চীনারাও খুবই পছন্দ করে। পাশাপাশি চীনের বিখ্যাত লোকসঙ্গীত 'মোলিহুয়া' বা বিদেশে বেশ জনপ্রিয়। এ থেকেই বোঝা যায়, সঙ্গীতের কোনো সীমানা নেই। দেশ-কাল-পাত্র ভেদে তা ছড়িয়ে যায় সবখানে। বিভিন্ন দেশও অঞ্চলের মানুষ এ সঙ্গীতের মাধ্যমে আনন্দ উপভোগ করে থাকে।

চীনে ৫৬টি জাতি রয়েছে। এ জাতিগুলোর মধ্যে বিভিন্ন ধরনের সঙ্গীতও রয়েছে। এগুলোকে লোকসঙ্গীত বলা হয়। লোকসঙ্গীতগুলোও এ জাতির জীবন ও পরিবেশ এবং প্রথার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। বিষয়বস্তু অনুসারে লোকসঙ্গীতের সুর, তাল ও ছন্দ বিভিন্ন রকম হয়ে থাকে। এগুলোকে চীনা ভাষায় 'হাওজি' 'শানকে' ও 'সিয়াও দিয়াও' এ তিন রকমে ভাগ করা হয়। বেশিরভাগ লোকসঙ্গীতের সুরকারের নাম জানা যায়নি। শুধুমাত্র মুখে মুখে গানগুলো ছড়িয়ে পড়েছে। একজন থেকে দশজন, তাদের থেকে আরো মানুষ, এভাবেই লোকসঙ্গীতগুলো ছড়িয়ে পড়েছে। ঠিক যেমন বিশ্বের অন্যান্য অঞ্চলে লোকসঙ্গীতগুলো বিস্তার লাভ করেছে, সেভাবেই এগানগুলো প্রজন্মের সিঁড়ি বেয়ে আজ পর্যন্ত পৌঁছেছে।

সঙ্গীতের ক্ষেত্রে চীনের বেশ দীর্ঘ ইতিহাস রয়েছে। ঐতিহ্যিক বাদ্যযন্ত্রগুলোও বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন, বিভিন্ন ধরনের ড্রাম, বাঁশি, চীনা বৈশিষ্ট্যময় বীণা জাতীয় বাদ্যযন্ত্রও কুছিন ইত্যাদি। বিয়ে-শাদি বা শেষকৃত্যানুষ্ঠান, প্রাসাদ অনুষ্ঠান ও ধর্মীয় অনুষ্ঠানে লোকসঙ্গীত খুবই গুরুত্বপূর্ণ অংশ। তাই প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন সুর ও ছন্দের লোকসঙ্গীতের জন্ম হয়েছে। চীনের লোকসঙ্গীতের মধ্যে 'মেই হুয়া সান নং', 'লিয়াং চু' সহ বেশ কিছু গান এখনও বেশ জনপ্রিয়।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040