পাকিস্তানের জ্বালানি সংকট মোকাবিলায় চীন-পাক সহযোগিতা করবে: পাক পরিকল্পনা ও সংস্কার মন্ত্রী
  2016-04-29 19:33:47  cri
এপ্রিল ২৯: গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে শুরু হয়েছে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ ও চীন-পাক অর্থনৈতিক করিডোর বা 'সিপেকের' পুঁজি বিনিয়োগকারী সহযোগিতা ফোরাম। পাকিস্তানের পরিকল্পনা উন্নয়ন ও সংস্কার মন্ত্রণালয়ের মন্ত্রী আহসান ইকবাল এ অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। সিপেক প্রকল্পের প্রতি পাকিস্তান সরকারের দৃঢ় সমর্থন ঘোষণা করেন তিনি।

দু'দেশের অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে সিপেক পাক অর্থনীতির উন্নয়নে ভালো সুযোগ এনে দিয়েছে বলে মন্তব্য করেন মন্ত্রী।

উল্লেখ্য, ২০১৩ সালে শুরু হয় এ প্রকল্প। এতে বিদেশি পূঁজি বিনিয়োগের দিক থেকে চীনের অবস্থান ১০০তম। তবে ২০১৬ সালে পাকিস্তানের বৃহত্তম পুঁজি বিনিয়োগকারী দেশে পরিণত হয়েছে চীন। সিপেক শুধু চীন ও পাক সরকারের মতৈক্যই নয়, বরং দু'দেশের জনগণের জন্যও কল্যাণ বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।

(সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040