বেইজিংয়ে চীন ও রুশ পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত
  2016-04-29 18:30:29  cri
এপ্রিল ২৯: গত বুধবার চীন সফররত রুশ পররাষ্ট্রমন্ত্রী সারগেই লাভরভ ও চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীন সফর নিয়ে আলোচনা করেছেন তারা।

চলতি বছর চীন ও রাশিয়ার সুপ্রতিবেশী বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি স্বাক্ষরের ১৫তম বার্ষিকী। এ চুক্তি দুই দেশের দীর্ঘস্থায়ী মৈত্রী ও চলমান জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

তিনি আরও বলেন, চীন ও রাশিয়ার বস্তুগত সহযোগিতায় রাজনৈতিক ভূমিকা রয়েছে। ভবিষ্যত জ্বালানি সম্পদ খাতে দু'দেশের সার্বিক সহযোগিতা আরও বাড়ানো হবে, দ্বিপক্ষীয় উদ্ভাবনী সহযোগিতা ও সংলাপের প্লাটফর্ম নিয়ে আলোচনা করা হবে এবং জ্বালানি সম্পদ, আঞ্চলিক সহযোগিতা ও দক্ষ জনশক্তি বিনিময় জোরদার করা হবে।

বিগত কয়েক বছরে দ্বিপক্ষীয় সম্পর্কে অর্জিত সাফল্যের পর্যালোচনা করেন সারগেই লাভরভ। বর্তমানে দ্বিপক্ষীয় সম্পর্ক অতুলনীয় বলে মন্তব্য করেছেন তিনি।

(সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040