বাংলাদেশের প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সাক্ষাত্কার
  2016-05-01 20:04:19  cri

সুপ্রিয় শ্রোতা, গত ২৭ থেকে ২৮ এপ্রিল কনফারেন্স অন ইন্টারএকশন এণ্ড কনফিডেন্স-বিল্ডিং মেরাস ইন এশিয়া (সিআইসিএ) এর পঞ্চম পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে। সিআইসিএ'তে বর্তমান মোট ২৬টি সদস্য দেশ এবং ১২টি পর্যবেক্ষণ দেশ ও সংস্থা রয়েছে। এ সংস্থার লক্ষ্য হলো বহুমুখী আস্থা ব্যবস্থা গঠনের মাধ্যমে এশিয়ার শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বাস্তবায়ণ করা। এবারের পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনের প্রতিবাদ্য হচ্ছে 'সংলাপের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা'। বিভিন্ন দেশের প্রতিনিধিরা এশিয়ার মধ্যে নিরাপত্তা সহযোগিতা এবং যৌথভাবে সন্ত্রাস দমনসহ বিভিন্ন নিরাপত্তা ইস্যু নিয়ে আলাপ-আলোচনা করেছেন। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব মো. শাহরিয়ার আলম এবারের সম্মেলনে অংশগ্রহণ করেছেন। আজকের খোলামেলা অনুষ্ঠানে শুনুন জনাব শাহরিয়া আলমের দেওয়া এক সাক্ষাত্কার। আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা।
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040