লতা ফিরে এসেছি
  2016-04-29 16:13:05  cri


সুপ্রিয় শ্রোত, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। সবাই ভাল আছেনতো? আশা করি আপনারা সুস্থ আছেন ও আনন্দে দিন কাটাচ্ছেন। শুরু করছি আজকের সংগীতানুষ্ঠান 'সুরের ধারায়'। আপনাদের সংগে আছি আমি লতা।

 

অনেক দিন হয়ে গেলো আপনাদের সঙ্গে কথা হয়নি। আমি অনেক দিন বাংলাদেশে ছিলাম। মাত্র ক'দিন হলো বাংলাদেশ থেকে ফিরে এসেছি। বাংলাদেশে আমি ২৭ মাস ছিলাম। সিআরআইয়ের প্রতিনিধি হিসেবে আমি কনফুসিয়াস ক্লাসরুমে চীনা ভাষা শেখাতাম।

শ্রোতাবন্ধুরা, ২০১৩ সালের ৩ নভেম্বর আমি ঢাকার উদ্দশ্যে বেইজিং ছেড়ে যাই। আমার অনেক ভয় লাগছিলো। কারণ এর আগে আমি কখনও বাংলাদেশে যাইনি। বাংলাদেশ সম্পর্কে কোনো ধারানাও ছিলো না। জানতাম না বাংলাদেশ কেমন, জানতাম না আমার সামনে কি কি হবে। বিমানে বসে আমি বারবার একটি গান শুনছিলাম। 'সীমাহীন কালো রাতে সব কিছু ধ্বংস হবে, তবে আমার স্বপ্ন আছে এবং তোমার জন্য অভিভূত রয়েছে। আসলে ভোরের প্রথম আলো আমার হৃদয়ে থাকে। যদি আমি স্বপ্ন ধরে রাখি তাহলে একদিন আমার আকাশে রঙধনু দেখতে পারবো'। এ গান শুনে আমি শক্তি পেয়েছি। মনের অজানা ভয় দূর হয়েছে। এ গান শুনে শুনে আমি বাংলাদেশে অসংখ্য রাতে কাটিয়েছি। বাংলাদেশে কাজ শেষে আবার চীনে ফিরে এসেছি। তবে এ গান শোনার সময় বাংলাদেশের সব স্মৃতি আজ আমার স্মৃতিতে ভেসে উঠছে। আমার এ গানের নাম 'আমার আকাশ'। এখন আপনাদের সঙ্গে এ গানটি শুনবো। তাহলে বন্ধুরা, আজকের অনুষ্ঠান 'আমার আকাশ' গানটি দিয়ে শুরু করছি।

প্রিয় বন্ধুরা, 'আমার আকাশ' গানটির বিশেষ কিছু অর্থ আছে আমার কাছে। আমার জন্য এ গান মানে বাংলাদেশে থাকার দুই বছরের অনেক স্মৃতি, অনেক স্বপ্ন। আমি চিরকালে তা ভুলবো না। বাংলাদেশে আমার বন্ধুরা, আমার প্রিয় মহিউদ্দিন তাহের চাচা, আমার বাংলাদেশী বাবা শান্ত সাহেব, মুস্তাফা চাচা, সাদিক ভাই, সোহের ভাই, লিউ চাচা, লিউ চাচি, ছোট ভাই তোনি, বড় বোন নাজমা, আমার ভাই সামির ও শাহরিয়ার, জাহিদ চাচা, আলতাফ ভাই, বড় বোন মনিকা, ছোট ভাই আসাদ, ইন্দ্র ও সাইফ, ছোট বোন তাহসিন, ফারাহ ও ফারিন, বাংলাদেশে চীনা দূতাবাসের চেনশুয়াং সাহেব, মা চাচা, হুয়াং ভাই, লি ভাই। বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজি সাহেব, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লাকি সাহেব, সুমন ভাই। বাংলাদেশ-চীন মৈত্রী কমিটির সুমন ভাই। আমার সহকর্মী ম্যাডাম জৌ, ম্যাডাম লি। আমি আজ এ অনুষ্ঠানের মাধ্যমে তোমাদের একটি কথা বলতে চাই, ধন্যবাদ আমার জীবনে আসার জন্য। এই স্মৃতি চিরকাল আমার মনে থাকবে। তোমাদের জন্য একটি গান গাইতে চাই আমি। এ গানে আমার মনের সব কথা তোমরা শুনতে পারবে। 'সারা জীবন বন্ধু এক সঙ্গে থাকবো। ফেলে আসা সময় আবার আসবে না। আমার কথা বন্ধু তুমি বুঝতে পারবে। ক্ষত আছে, ব্যথা আছে, তবে স্বপ্ন আছে অনেক বেশি। আমিও আছি'।

২০১৬ সালে ফেব্রুয়ারির ৩ তারিখে আমি বাংলাদেশ ত্যাগ করি। চলে আসার আগে আমি সবার জন্য একটি গান গাইলাম। আমাদের আনন্দ ছিল, আমাদের মজা ছিল, আমাদের সূর্য ঋতু ছিল। তবে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সে মদ ও সূর্য চলে গেছে'। এ বিদায়ের গানের নাম হলো 'সুর্যের ঋতু'। বাংলাদেশে আমার বন্ধুরা, বিশেষ করে আমার ছোট ভাই তোনি, এ গান তোমার জন্য। বন্ধুরা তাহলে শুনুন 'সুর্যের ঋতু'।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়'। যদি আপনারা কোনো গান শুনতে চান তাহলে অবশ্যই আমাদের জানাবেন। অনুষ্ঠানে আপনাদের প্রিয় গান প্রচার করা হবে এবং কয়েকজন ভাগ্যবান শ্রোতাকে সিআরআইয়ের পক্ষ থেকে দেওয়া হবে কিছু পুরস্কার। যদি আপনারা আমাদের ভাগ্যবান শ্রোতা হতে চান, তাহলে নিয়মিত 'সুরের ধারায়' সংগীতানুষ্ঠান শুনুন। আপনাদের সমর্থন হবে আমাদের চালিকাশক্তি।

বন্ধুরা, এখন আরেকটি বিদায়ের গান শোনাবো আপনাদের। 'বৃদ্ধ ও অভিজ্ঞ'। যখন আমি 'বৃদ্ধ ও অভিজ্ঞ', তখন কস্ট ও ব্যথা আমার জন্য কিছু না। যখন তারা তোমাকে জিজ্ঞাস করে, তুমি আমাকে চেনো কি না। স্মৃতিচারণ করে বলো, তুমি আমার বন্ধু। বন্ধুরা, শুনুন এ গান 'বৃদ্ধ ও অভিজ্ঞ'।

শ্রোতাবন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়'। আপনাদের সঙ্গে আছি আমি লতা। আমি জানি, আপনাদের মধ্যে কেউ কেউ নিজেরাই গান লিখতে পারেন। তাই না? যদি আপনি নিজের লেখা গান আমাদের অনুষ্ঠানে প্রচার করতে চান, তাহলে আমাকে ইমাইল পাঠান। আমার ইমেইল ঠিকানা হলো, lianglilin@cri.com.cn। আবার বলছি, lianglilin@cri.com.cn। ইমেইলের মাধ্যমে আমাকে আপনার নিজেদের লেখা গান পাঠাতে পারেন। আমরা আপনাকে একটি সংগীতের মঞ্চ দেবো। আজ অনুষ্ঠান শেষ করছি একটি গান দিয়ে। গানের নাম 'গর্বিত তরুণ'। বাংলাদেশে আমি একা একা দুই বছর কাটিয়েছি। আমার নিজের সাহসের জন্য আমি এ গান নিজেকেই উত্সর্গ করবো। এ গানের কথা 'দৌড়াও, গর্বিত তরুণ। নবীন হৃদয়ে রাখি অটল প্রত্যয়। জ্বলে উঠ, গর্বিত রক্ত। আবার আমরা বিজয়ের গান গাইবো'। শুনুন 'গর্বিত তরুণ'।

বন্ধুরা, আজ তাহলে সংগীতানুষ্ঠান এখানেই শেষ করছি। আমার বিশ্বাস আপনারা আরো গান শুনতে চান। কিন্তু আজ আর নয়। 'সুরের ধারায়' আবারো আপনাদের শোনাবো সুন্দর ও নতুন নতুন গান। এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন। চাই চিয়ান। (লতা/মান্না)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040