দু'বছরে ১৬,৫০০ নেপালি নারী-শিশু পাচার
  2016-04-29 16:05:58  cri
এপ্রিল ২৯ : গত দু'বছরে ১৬,৫০০ নেপালি নারী-শিশু পাচার হয়েছে। ৬ বছরে বিদেশে কর্মরত ৩,২৭২ জন শ্রমিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। এছাড়া বিদেশে কর্মরত নারীরা অহরহ নির্যাতনের শিকার হচ্ছে। দেশটির জাতীয় মানবাধিকার কমিটি সম্প্রতি এক রিপোর্টে এ তথ্য জানায়।

রিপোর্টে বলা হয়, ২০১৪-১৫ অর্থ বছরে নেপাল থেকে মোট ৮,৫০০ জন পাচার হয়। গত বছর ২৫ এপ্রিল দেশটিতে ভূমিকম্প হওয়ার পর তিন মাসে নিখোঁজ হয় ১,২০০ নারী ও শিশু ।

এদিকে এ রিপোর্টে বিদেশি শ্রমিক সম্পর্কে বলা হয়, বর্তমানে ৪০ লাখ নেপালি বিদেশে কাজ করছে। এদের মধ্যে ৭৫ শতাংশ অদক্ষ শ্রমিক। এদের অধিকাংশ উপসাগরীয় দেশসমূহ ও মালয়েশিয়ায় কর্মরত।

রিপোর্টে আরো বলা হয়, বিদেশে কর্মরত নেপালি শ্রমিকদের জীবন শোচনীয়। গত ৬ বছরে বিশ্বের বিভিন্ন দেশে নেপালি ৩,২৭২ জন শ্রমিক দুর্ঘটনায় মারা যায়।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যা অনুসারে, গত দুই বছরে ১,০০৫ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে।

নেপালের শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী দীপক বহরা গত বুধবার জানান, বিদেশে গৃহকর্মে নিয়োজিত নেপালি নারীরা গুরুতরভাবে নির্যাতনের শিকার হচ্ছে। তাদের অধিকার ও স্বার্থ রক্ষার জন্য সরকার ওসব দেশের সঙ্গে আলোচনা করছে। (নীলাম্বর/মান্না)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040