দক্ষিণ চীন সাগর সমস্যা আসিয়ানভুক্ত সকল দেশের মধ্যে নয় : চীনা উপপররাষ্ট্রমন্ত্রী
  2016-04-29 16:02:58  cri

এপ্রিল ২৯ : চীনা উপপররাষ্ট্রমন্ত্রী লিউ চেন মিন বলেন, দক্ষিণ চীন সাগর সমস্যা চীন ও আসিয়ানভুক্ত সকল দেশের মধ্যে নয়। শুধু কয়েকটি দেশের মধ্যে। চীন ও আসিয়ানের মধ্যে অভিন্ন উপকার মতভেদের চেয়ে অনেক বড়। সকল সমস্যা সমাধানে দু'পক্ষের যথেষ্ঠ সামর্থ্য ও আস্থা রয়েছে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত এক সম্মেলন শেষে সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

গত বুধ ও বৃহস্পতিবার ২২তম চীন-আসিয়ান উচ্চ কর্মকর্তাদের এ সম্মেলন সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়। চীনা উপপররাষ্ট্রমন্ত্রী লিউ চেন মিন এবং চীন-আসিয়ান সম্পর্ক সমন্বয়কারী দেশ সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব ছি উই কিওং যৌথভাবে সম্মেলনে সভাপতিত্ব করেন।

সাংবাদিক সম্মেলনে লিউ চেন মিন বলেন, এবারের সম্মেলন বন্ধুত্বপূর্ণভাবে চলছে। চীন ও আসিয়ানের মধ্যে অভিন্ন উপকার মতভেদের চেয়ে অনেক বড়। সমস্যা সমাধানে দু'পক্ষের সামর্থ্য ও আস্থা রয়েছে।

তিনি জানান, এবারের সম্মেলনে চীনের একটি প্রস্তাব প্রকাশিত হয়। এ প্রস্তাবে বলা হয়, দক্ষিণ চীন সাগরে বিভিন্ন পক্ষের আচরণের ঘোষণার বাস্তবায়ন সম্পর্কে চীন ও আসিয়ান দেশের পররাষ্ট্রমন্ত্রীদের একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হবে আগামী জুলাই মাসে। বিবৃতি প্রকাশ করতে সব ধরনের যোগাযোগ রাখতে আসিয়ান দেশের প্রতিনিধিরা রাজি হয়েছেন। (নীলাম্বর/মান্না)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040