চীনে নেপালের বিদায়ী রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সহকারীর সাক্ষাত্
  2016-04-29 15:04:38  cri

এপ্রিল ২৯: চীনে নেপালের বিদয়ী রাষ্ট্রদূত মহেষ কুমার মাসকি এবং চীনের পররাষ্ট্রমন্ত্রীর সহকারী খং সিয়ুন ইউ সাক্ষাত্ করেছেন। গত (বুধবার) বেইজিংয়ে এ সাক্ষাতকার হয়।

নেপালের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করার সময় চীন-নেপাল সম্পর্ক উন্নয়নে ইতিবাচক অবদানের জন্য মাসকির প্রতি প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন খং সিয়ুন ইউ।

তিনি আশা করেন পরবর্তীতে অব্যাহতভাবে দু'দেশের সম্পর্ক উন্নয়নে অবদান রাখবেন বিদায়ী রাষ্ট্রদূত।

দায়িত্ব পালনকালে চীনের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে মহেষ কুমার মাসকি বলেন, দু'দেশের সম্পর্ক উন্নয়ন ত্বরান্বিত করতে অবদান রাখবো।

বৈঠকে চীন-নেপাল সম্পর্ক নিয়ে মত বিনিময় করেন তারা। (তুহিনা/মান্না)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040